কলকাতা: রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিং-সহ বাকি আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা পুলিশের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে বলে শুক্রবার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। গত ১৫ মে হেয়ার স্ট্রিট থানায় ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
এদিন সঞ্জীব কুমারের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ১৯ মে দুপুর ১টা ৪০মিনিটে হোয়াটসঅ্যাপে নোটিস পাঠিয়ে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এটা কোন ধরনের তদন্ত। রাজভবনের কর্মী, অফিসারদের হেনস্থা করার জন্যই এসব করা হচ্ছে। প্রথমে যখন পুলিশে অভিযোগ করা হয়, তখন ওই অফিসারদের কারও নাম ছিল না। কয়েকদিন পর তাঁদের নামে এফআইআর করা হয়েছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, রাজ্যপালকে আড়াল করার জন্য এই ধরনের মামলা করা হয়েছে। আমাদের কাছে শ্লীলতহানির অভিযোগের স্বপক্ষে সিসিটিভি ফুটেজ রয়েছে। অভিযোগকারী তরুণীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল। তাঁকে থানায় অভিযোগ জানাতে বারণ করা হয়েছিল। মামলাকারী এই ঘটনায় নিম্ন আজালত থেকে জামিন পেয়েছেন। তিনি রক্ষাকবচ পেয়েছেন। তাঁদের তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়।
আরও পড়ুন: সবুজ ট্রলি হাতে নিউটাউনের আবাসনে কারা?
বিচারপতি সিনহা বলেন, অভিযোগের কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। ঘটনার কয়েকদিন পর অভিযোগ জানানো হয়েছে। তিনি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ১০ জুন।
দেখুন আরও অন্যান্য খবর: