দাসপুর: ভোটের আবহে ফের টাকার পাহাড়, দাসপুরের (Daspur) খুকুরদা নাকা চেক পোস্টে বিজেপি নেতার (BJP Leader) গাড়ি থেকে উদ্ধার হল নগদ ২৪ লক্ষ টাকা (Cash Recover)। শুক্রবার সকালে দাসপুর খুকুরদা পয়েন্টে নাকা চেকিংয়ের সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে নগদ ২৪ লক্ষ টাকা পাওয়া গেছে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি বিজেপি নেতা।
জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুর থেকে গাড়ি ও নগদ সহ আটক করা হয় ওই বিজেপি নেতাকে। একটি টাটা সুমো গাড়িতে করে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। কর্মী সমর্থকদের জন্য ওই গাড়িতে করেই নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: সপ্তাহান্তে ঘূর্ণিঝড় ‘রেমাল’, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত
উল্লেখ্য, আগামীকাল ২৫ মে, ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Lok Sabha) নির্বাচন। হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী দেবের বিপরীতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে। অভিযোগ, পাল্টা অভিযোগে দুই তারকা প্রার্থীর মধ্যেই উত্তাপ ছড়িয়েছে। সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে ভোটের ময়দানে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
দেখুন বিস্তারিত