skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollমহিলাদের কটুক্তি, দুই বিজেপি কর্মীকে মারধর 
Basirhat Incident

মহিলাদের কটুক্তি, দুই বিজেপি কর্মীকে মারধর 

তৃণমূল নেতার নামে টাকি রোডের ধারে খুনের হুমকি পোস্টার

Follow Us :

বসিরহাট: সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময় মহিলাদের কটুক্তির অভিযোগ। ঘটনায় দুই বিজেপি (BJP) কর্মীকে মারধর করা হয়েছে। তারা হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের। ঘটনার তির তৃণমূলের (TMC) দিকে থাকলেও অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার বসিরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরের ঘটনা। বৃহস্পতিবার রাতে সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন এক দল মহিলা। অভিযোগ, তাঁদের উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মী সমর্থকরা । এই ঘটনায় মহিলার পরিবারের সদস্যরা বিজেপি কর্মীদের মারধর করে। তারা হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে পাড়ার মহিলাদের কটুক্তি, অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ১৫ নম্বর ওয়ার্ডের মহিলারা। এই নিয়ে রাজনৈতিক রং লেগেছে।

তবে স্থানীয় বিজেপি নেতার দাবি, দলীয় পতাকা লাগাচ্ছিলাম। দুষ্কৃতীরা আমাদেরকে মারধর করেছে। কিন্তু রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্রের অভিযোগ, আজকে টাকি রোডের পাশে আমার নামে খুনের হুমকির পোস্টার পড়েছে। এমনকী ১ জুন অর্থাৎ শেষ দফা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন বুথে থাকলে সেখান থেকে বের করে মেরে ফেলার হুমকি দিয়েছে। বাদল মিত্র বলেন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বসিরহাটজুড়ে তারা পিছিয়ে পড়ছে। তাই চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে পাড়ার মহিলারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অ্যাপক্যাব চালককে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular