আমেদাবাদ: পেশাদার ক্রিকেটে শেষ ম্যাচটা কি খেলে ফেললেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)? বুধবার রাজস্থান রয়্যালসের (RR) কাছে চার উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়লেন কার্তিক। বিরাট কোহলির (Virat Kohli) কাঁধে মাথা রেখে কেঁদেও ফেললেন। তারপর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) দর্শকদের যেভাবে হাত নেড়ে বিদায় জানালেন, তাতে অবসরের ইঙ্গিত আরও স্পষ্ট হল।
এ মরসুমে নিজেকে ফের ফিনিশারের ভূমিকায় প্রতিষ্ঠিত করেছেন চেন্নাই-জাত উইকেটকিপার-ব্যাটার। ৩৮ বছরের কার্তিককে এমনকী ভারতের টি২০ বিশ্বকাপের দলে নেওয়ার দাবি ওঠে, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। বিশ্বকাপের দলে কিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। তবে এ মরসুমের কার্তিকের অবদান প্রশংসনীয়, ১৫ ম্যাচে চমকপ্রদ ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন, তার মধ্যে আছে দুটো হাফ-সেঞ্চুরি।
আরও পড়ুন: লেভারকুসেনকে চূর্ণ করে ইউরোপা জয়ী আটালান্টা
From #RCB to Dinesh Karthik ❤️ #TATAIPL | #RRvRCB | #TheFinalCall | #Eliminator | @RCBTweets | @DineshKarthik pic.twitter.com/p2XI7A1Ta6
— IndianPremierLeague (@IPL) May 22, 2024
এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেননি তারকা। তবে সিএসকে-র বিরুদ্ধে জিতে আরসিবি ড্রেসিংরুমে তিনি যে বক্তব্য রাখেন তাতে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত ছিল। আইপিএল শুরুর আগেই তিনি আঁচ দিয়েছিলেন যে এটাই তাঁর শেষ মরসুম হতে পারে। এরপর পাকাপাকিভাবে ধারাভাষ্য এবং বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।
২০০৮ সালে আইপিএলের জন্মলগ্ন থেকে খেলছেন কার্তিক। তিনি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস), কিংস ইলেভেন পঞ্জাব (এখন পঞ্জাব কিংস), মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, কলকাতা নাইট রাউডার্স এবং আরসিবির হয়ে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির হয়েই হাফ-সেঞ্চুরি আছে কার্তিকের, যে রেকর্ড আছে আর একমাত্র যুবরাজ সিংয়ের। নিজের শহর চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলা হয়নি কার্তিকের।
দেখুন অন্য খবর: