skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollশনি ও রবি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
Weather Update

শনি ও রবি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

রেমাল ঘূর্ণিঝড়ের গতিবেগ ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে

Follow Us :

কলকাতা: তীব্র দাবদাহ থেকে স্বস্তি। বুধবারই এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার টানা বৃষ্টির (Rain) পূর্বাভাস। এই সপ্তাহের শেষ থেকে। তবে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কী হবে তা এখনও জানা যায়নি। মৌসম ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে (Depression) পরিণত হবে। শনিবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। রেমাল ঘূর্ণিঝড়ের গতিবেগ ৬৫ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।

এদিকে রাজ্যে টানা সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ আয়াদের

শনিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই তিন জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular