মুম্বই: সম্প্রতি কোভিশিল্ডের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া কথা প্রকাশ্যে এসেছে। কোভিশিল্ড (Covishield) প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে স্বীকার করে নিয়েছে, তাঁদের ভ্যাকসিনে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এই ভ্যাকসিনের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের বিরল রোগের সম্ভাবনা রয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। সেই হইচইয়ের মধ্যেই করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)।
আরও পড়ুন: কোভিশিল্ডের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া, কাঠগড়ায় মোদি-পুনাওয়ালা!
গত বছর ডিসেম্বরে একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন শ্রেয়স। শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই নতুন জীবন পেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার সেবিষয়েই মুখ খুলেছেন শ্রেয়স। অভিনেতার প্রশ্ন, ‘আমি ধূমপান করি না। আমি নিয়মিত মদ্যপানও করি না। কোনও তামাক কখনই খাই না। আমার কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে এখন সেটা স্বাভাবিক। আমার ডায়াবেটিস নেই, ব্লাড প্রেসারও নেই। তাহলে আমার হৃদরোগের কারণ কী হতে পারে?
এরপরই অভিনেতা বলেন, কোভিড-১৯ টিকা দেওয়ার পর থেকেই ক্লান্তি অনুভূত হতে থাকে। হতে পারে এটি কোভিড (Coronavirus) বা ভ্যাকসিন, এর সঙ্গে কিছু না কিছু তো আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা সত্যিই জানি না আমাদের শরীরের ভিতরে কী আছে। সকলেই ভ্যাকসিন নিচ্ছিল, আমিও তাই নিয়েছিলাম। হুজুকের স্রোতে বয়ে গিয়েছি আর কোম্পানিগুলোকে বিশ্বাস করেছি। শ্রেয়স আরও বলেন যে তিনি জানতে চান ভ্যাকসিন (COVID Vaccine) আমাদের শরীরের সঙ্গে ঠিক কী ঘটিয়েছে। তবে সত্যিই এটা কোভিড ভ্যাকসিনের কারণে ঘটেছে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নই। এবিষয়ে তাঁর কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই কোনও বিবৃতি দেওয়া অর্থহীন বলেই মনে করেন অভিনেতা।
আরও খবর দেখুন