কলকাতা: অবসর (James Anderson Retirement) ঘোষণা করলেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। ১০ জুলাই লর্ডসের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ( Test Cricket) খেলবেন তিনি। ওটাই এক বিস্ময়কর কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৪১ বছরের অ্যান্ডারসন। নিঃসন্দেহে এক বিরল প্রতিভার প্রদর্শনী থেকে বঞ্চিত হতে চলেছে ইংল্যান্ড এবং ক্রিকেট বিশ্ব।
সোশ্যাল মিডিয়ায় এই যুগের সুলতান অফ সুইং বলেন, “ছোট থেকে যে খেলাটাকে ভালোবাসি তা খেলে, দেশের প্রতিনিধিত্ব করার এই ২০টা বছর অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের (England) হয়ে খেলতে নামা ভীষণভাবে মিস করব। কিন্তু আমি জানি সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। অন্যদের তাদের স্বপ্ন ছুঁতে দিতে হবে যেমন আমি ছুঁয়েছি, এর থেকে ভালো অনুভূতি আর হতে পারে না।”
আরও পড়ুন: প্লে-অফে কি পাওয়া যাবে না আন্দ্রে রাসেলকে?
২০০৩ সালের ২২ মে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। যে কোনও ধরনের ক্রিকেটারের কাছেই ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কঠিন, কিন্তু একজন পেস বোলার হিসেবে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। শুধু দীর্ঘ কেরিয়ার নয়, অবিশ্বাস্য সাফল্যের এক কেরিয়ার। টেস্ট ক্রিকেটে প্রথম ও একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক অ্যান্ডারসন। সব মিলিয়ে মুথাইয়া মুরলীধরন (৮০০ উইকেট) এবং শেন ওয়ার্নের (৭০৮ উইকেট) পরে তিন নম্বরে তিনি। লর্ডসে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটো ইনিংস পাবেন ইংলিশ পেসার, ওয়ার্নকে সরিয়ে দুই নম্বরে আসতে পারবেন কি? সময়ই বলবে। এক অবিশ্বাস্য, অনবদ্য ক্রিকেটারকে কলকাতা টিভি ডিজিটালের তরফে কুর্নিশ।
অন্য খবর দেখুন
![YouTube player](https://i.ytimg.com/vi/AfTVb5Sz92Q/maxresdefault.jpg)