বসিরহাট: ফের রণক্ষেত্র সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূল (TMC) কর্মীকে বেধড়ক পেটাল মহিলারা। লাগাতার অশান্তি চলছে সন্দেশখালিতে। প্রথমে সন্দেশখালি থানার সামনে অবস্থান করেন মহিলারা। বিজেপি প্রার্থী রেখা পাত্র, বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপি কর্মী-সমর্থকদের। এর পরে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করা হয়।
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়ির সামনে যান মহিলারা। বাড়ি থেকে বের করা হয় তৃণমূল নেতাকে। রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে মারধর করা হয়। মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজশে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করছেন। এমনকী কথা বলার সময় এক মহিলাকে তৃণমূল বিধায়কের মুখ হাত দিয়ে চেপে ধরতেও দেখা যায়।
আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা বহরমপুরে
মহিলাদের অভিযোগ, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। সন্দেশখালি থানার সামনে বিজেপির কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখায়। নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপির দাবি, টাকার বিনিময়ে সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও বানাচ্ছে তৃণমূল।
আরও খবর দেখুন