skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeলাইফস্টাইলচুম্বনের আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
Kiss Tips

চুম্বনের আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

মধুর সম্পর্কে চুমুর কোনও বিকল্প নেই

Follow Us :

লাইফস্টাইল: প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্য জীবন, সম্পর্ক মধুর করতে চুমুর কোনও বিকল্প নেই। ভালোবাসার সম্পর্কে ভালোবাসার মানুষের চুম্বন মন ভরিয়ে দেয় এক নিমেষেই। দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি মধুর চুম্বন। তবে সঙ্গীকে আদরে-সোহাগে ভরিয়ে দিতে বেশ কিছু নিয়ম (Kiss Tips) মেনে তবেই চুমু খেতে হবে-

  • চুমু খাওয়ার সময় মুখের দুর্গন্ধ রোমান্টিক মুড নষ্ট করতে পারে। তাই সঙ্গীকে চুমু খাওয়ার আগে কখনই পিঁয়াজ, রসুন বা ঝাঁঝাল কিছু খাবেন না। নিয়মিত ব্রাশ করুন। দিনে অন্তত দু’বার ব্রাশ করুন। মোদ্দা কথা মুখে ভেতর সর্বদা পরিষ্কার রাখুন। শুধু দাঁত ব্রাশ করলেই চলবে না। বরং ফ্লশ করুন। এতে দাঁতের মধ্যে আটকে থাকা খাবার পরিষ্কার হবে।

আরও পড়ুন: গরমে সারা শরীরে র‍্যাশ! এই ৫টি ভুল কখনই নয় 

  • গভীর চুমু খাওয়ার সময় জিভের ব্যবহার হয়। তাই নিয়মিত জিভ পরিষ্কার করুন। চুমু খাওয়ার আগে চেষ্টা করুন উষ্ণ গরমজলে ভালো করে কুলকুচি করে নিন। এতে মুখের ভিতরের ব্যকটেরিয়া নষ্ট হবে।
  • ঠোঁটের যত্ন নিতে হবে। উজ্জ্বল-সুন্দর ঠোঁট চুমু খাওয়ার সময় সঙ্গীকে মাত করবে।
  • ভালোবাসার মানুষকে আদর করার সময় কপালে চুমু খেতে কিন্তু ভুলবেন না। কেননা, কপালে চুমু, সম্মানের প্রতীক। সঙ্গীকে যদি সম্মানই না করেন, আদর, প্রেম সবই বৃথা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular