কলকাতা: প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবং ইনস্টাগ্রাম (Instagram)। আচমকাই থমকে গেল দুই সোশ্যাল মিডিয়ার (Social Media) পরিষেবা। ব্যবহারকারীরা সমস্যায় পড়লেন। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি মেটা। এর সূত্রপাত বুধবার রাত পৌনে ১২টা নাগাদ।
ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে লগ ইন করতে পারছিলেন না। চেষ্টা করলে বারবার পরিষেবা উপলব্ধ নয় বলে জানাচ্ছিল। ব্যবহারকারীরা ইনস্টাগ্রামেও নতুন কোনও পোস্ট দেখতে পাচ্ছিলেন না। উল্লেখ্য, মার্চ মাসের শুরুর দিকে বেশ কিছুক্ষণের জন্য কার্যত অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস।
আরও পড়ুন: উপাচার্যদের রাজ্যের নির্দেশ মেনে কাজ করতে নিষেধ রাজ্যপালের
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন ভাবতেই পারেন না অনেকে। তাছাড়া দৈনন্দিন ব্যবহার থেকে অন্যান্য যোগাযোগের অন্যতম মাধ্যম এই সোশ্যাল মিডিয়া। ২০২১ সালে প্রযুক্তিগত সমস্যার জন্য মেটার অধীনে থাকা সব সোশ্যাল মিডিয়ায় প্রায় ৭ ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল।
আরও খবর দেখুন