Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024ভাইজ্যাগে নারিন ঝড়! জয়ের হ্যাটট্রিক করল KKR

ভাইজ্যাগে নারিন ঝড়! জয়ের হ্যাটট্রিক করল KKR

১০৬ রানে হারল দিল্লি

Follow Us :

গৌতম গম্ভীর কোন জ্যোতিষীর কাছে যান? যাঁর কাছেই যান না কেন ভীষণভাবে যে উপকৃত হচ্ছেন বলা বাহুল্য। মেন্টর হিসেবে যা যা ট্যাকটিক্স বা স্ট্র‍্যাটেজি নিচ্ছেন কেকেআর- এর জন্য সবকটায় ফুল মার্কস পাচ্ছেন। নাহলে একবার চিন্তা করে দেখুন সুনীল নারিন তাঁর ব্যাটিং ফর্মের ধারেকাছেও ছিলেন না গত আইপিএলে। সেই নারিনকেই কিনা ওপেন করতে পাঠিয়ে গ্যাম্বেল খেললেন জিজি। নিমেষে হয়ে গেলেন- ‘দ্য গ্রেট গ্যাম্বলার’। বুধবার ভাইজ্যাগের বাইশ গজে যেন ব্যাট হাতে আতশবাজি চালালেন এই ক্যারিবিয়ান ক্রিকেটারের। ৩৯ বলে বিধ্বংসী ৮৫! ৭টি চার এবং ৭টি ছয়- স্ট্রাইক রেট ২১৭.৯৫। নিজের আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ রানটিও এদিন সেরে ফেললেন নারিন।

এখানেই শেষ নয়। তিন নম্বরে এদিন কেকেআর- এর হয়ে অভিষেক করলেন রঘুবংশী। অভিষেকেই বাজিমাৎ! গম্ভীরের এই ফাটকাও খেটে গেল। ২০০ স্ট্রাইক রেটে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন। কিন্তু কেকেআর এর তরফ থেকে এন্টারটেইনমেন্ট যেন থামার নামই নিচ্ছিল না। রাত বাকি বাত বাকি!

এরপর শুরু ‘রাসেল শো’! তিনি করেন ১৯ বলে ৪১ রান। বলা বাহুল্য, চলতি আইপিএলে ‘ভিন্টেজ’ রাসেলকে ফিরে পেয়েছেন নাইট অনুরাগীরা। ৮ বলে ২৬ রানের ক্যামিও খেলেন নাইট সমর্থকদের নয়নের মণি রিঙ্কু সিং- ১টি চার, ৩টি ছয়, স্ট্রাইক রেট ঈর্ষণীয় ৩২৫! ফলস্বরূপ নির্ধারিত ২০ ওভারে কেকেআর-এর স্কোর গিয়ে দাঁড়ায় ২৭২!

প্রথম ইনিংসের পরই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। টোল পড়া শাহরুখের হাসি বলে দিচ্ছিল- ‘আজ কি রাত হোনা হ্যায় কিয়া….’ শুরু থেকেই চাপের মুখে একের পর এক উইকেট হারাতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এরপরই কিছুটা টুইস্ট! চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে কামব্যাক করা ঋষভ পন্থ ঝড় তোলেন ভাইজ্যাগে। ২৫ বলে ৫৫ রান করে প্যাভিলিয়নে ফিরতেই কেকেআর- এর জয় ছিল শুধু সময়ের অপেক্ষা!

এদিনের ম্যাচে কেকেআর- এর ইতিবাচক দিকগুলি হল-

১। সুনিল নারিনের বিধ্বংসী ব্যাটিং ফর্ম
২। রঘুবংশীর সাড়া জাগানো অভিষেক
৩। রাসেল-রিঙ্কুর ধারাবাহিকতা
৪। মিচেল স্টার্কের ফর্মে ফেরার আভাস
৫। বরুণ চক্রবর্তীর ৩ উইকেট

ম্যাচে দিল্লির তখন ৮ উইকেট পড়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালস ডাগ আউটে হতাশ হয়ে বসে রয়েছেন ২০০৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অধিনায়ক। ততক্ষণে দু’জনেই বুঝে গিয়েছেন গিয়েছেন ৪টি ম্যাচের মধ্যে তিনটিতে হার নিশ্চিত হয়ে গিয়েছে। বাজিগরের চোখের সামনে এই লজ্জাজনক হারের জবাব কি তোলা থাকবে ২৯ শে এপ্রিলের ইডেন গার্ডেন্সের জন্য? যে যাই বলুক- এখনও পর্যন্ত ব্লকবাস্টার হিট এসআরকে-জিজি কেমিস্ট্রি!

RELATED ARTICLES

Most Popular