পশ্চিম মেদিনীপুর: ভয়াবহ এই বাস দুর্ঘটনাটি (Bus Accident) ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের (Ghatal) তিন নম্বর চাতাল এলাকায়। জানা গিয়েছে, চংদার ট্রাভেলস (শালবনি কলকাতা স্টেশন) রুটের বাসটি ঘাটাল ঢোকার আগেই ঘাটালের তিন নম্বর চাতাল এলাকায় একটি ইলেকট্রিক ট্রান্সফর্মাতে ধাক্কা মেরে রাজ্যসড়ক থেকে প্রায় কয়েক ফুট নীচে নয়ানজুলিতে গিয়ে পড়ে। কলকাতার যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক বাস যাত্রী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিদ্যুৎ দফতর ও ঘাটাল থানার পুলিশ। একে একে বাস থেকে উদ্ধার করা হচ্ছে বাস যাত্রীদের। কী কারনে ঘটল এই দুর্ঘটনা তার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল হাসপাতালে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)