skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollআজ প্রিমিয়ার লিগের শেষ দিন, খেতাব জিতবে কে?
Premier League

আজ প্রিমিয়ার লিগের শেষ দিন, খেতাব জিতবে কে?

খেতাবের লড়াই ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনালের মধ্যে

Follow Us :

কলকাতা: ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) আজ অন্তিম দিন। ২০টি দল একই সময়ে তাদের ৩৮তম ম্যাচ খেলতে নামবে। ইউরোপের অন্যান্য ফুটবল লিগে অনেকদিন আগেই খেতাবি দৌড়ের ফয়সালা হয়ে গিয়েছে। যেমন লা লিগা জিতেছে রিয়াল মাদ্রিদ, বুন্দেশলিগা বেয়ার লেভারকুসেন, ইতালিয়ান সিরি আ চাম্পিয়ন ইন্টার মিলান এবং ফরাসি লিগ সেই পিএসজির দখলে। কিন্তু প্রিমিয়ার লিগ কে জিতবে তা জানা যাবে একেবারে শেষদিনেই। এই কারণেও পৃথিবীর সেরা এবং জনপ্রিয়তম লিগ ইপিএল।

আজ ফুটবল দুনিয়ার নজর থাকবে দুটি ম্যাচের প্রতি— আর্সেনাল বনাম এভার্টন এবং ম্যাঞ্চেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম। খেতাবের লড়াই সিটি (Man City) এবং আর্সেনালের (Arsenal) মধ্যে। ৩৭ ম্যাচে সিটির পয়েন্ট ৮৮ এবং আর্সেনালের ৮৬। অর্থাৎ পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল জিতলে টানা চার মরসুমে চ্যাম্পিয়ন হবে। বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক, প্রায় সবার অনুমান সিটিই লিগ জিতবে। আর্সেনালকে জিততে হলে অঘটন চাই।

আরও পড়ুন: মুম্বই জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন রোহিত!

সিটিকে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হারতে নিদেনপক্ষে ড্র করতে হবে, তাহলেই দরজা খুলে যাবে মিকেল আর্তেতার (Mikel Arteta) দলের। সেক্ষেত্রে তারা এভার্টনকে হারালেই গোলপার্থক্যের বিচারে চ্যাম্পিয়ন হবে। কিন্তু ওয়েস্ট হ্যামের পক্ষে সিটিকে ড্র করানোও অঘটন। বিশেষ করে এর্লিং হালান্ডরা (Erling Haaland) যেরকম ফর্মে রয়েছেন তাতে বিষয়টা অসম্ভবের নামান্তর।

 

সিটি তাদের আগের ম্যাচে টটেনহ্যামের মতো শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে ২-০ হারিয়েছে। জোড়া গোল করেন এ মরসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড। আর্সেনাল সমর্থকরা আশায় ছিলেন, টটেনহ্যাম সিটিকে অন্তত ড্র করাতে পারবে, কিন্তু সে আশায় জল পড়ে। আপাতত ওয়েস্ট হ্যাম অঘটন ঘটাতে পারে কি না সেদিকেই তাকিয়ে থাকবে তারা।

দ্বিতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে লিভারপুল এবং অ্যাস্টন ভিলা নিশ্চিত। সিটি ও আর্সেনালের সঙ্গে পরের মরসুমে এই দুই দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। ইউরোপা লিগ স্পটে (পাঁচ ও ছয়) থাকবে টটেনহ্যাম এবং আর্সেনাল, শেষ দিনে ফলাফল যাই হোক না কেন। সাত নম্বরে শেষ করা দল উয়েফা কনফারেন্স লিগ খেলবে। এই স্পটের দাবিদার নিউকাসল ও ম্যান ইউ। নিউকাসল শেষ দিনে জিতলে তারাই সাতে শেষ করবে কিন্তু তারা হারলে এবং ম্যান ইউ জিতলে ম্যান সাতে শেষ করবে। অবনমনে যাওয়া তিন দলও নিশ্চিত হয়ে গিয়েছে— লুটন টাউন, বার্নলি এবং শেফিল্ড ইউনাইটেড।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular