Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশেষ দিনে যাবে প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই!
Premier League

শেষ দিনে যাবে প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই!

এই কারণেই পৃথিবীর এক নম্বর ফুটবল লিগ এটাই।

Follow Us :

লন্ডন: চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা (La Liga) চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লিগ শেষ হওয়ার অনেক আগেই বুন্দেশলিগা (Bundesliga) জিতেছে বেয়ার লেভারকুসেন (Bayer Leverkusen)। একই অবস্থা ইতালিয়ান সিরি আ-তেও। ওখানেও অনেক ব্যবধান রেখে খেতাব জিতেছে ইন্টার মিলান (Inter Milan)। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) ফয়সালা এখনও হল না। কার হাতে উঠবে ট্রফি, সম্ভবত একেবারে শেষ দিন বোঝা যাবে। এই কারণেই পৃথিবীর এক নম্বর ফুটবল লিগ এটাই।

৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্সেনাল (Arsenal)। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি (Man City)। শেষ তিন ম্যাচ জিতলে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) সিটিই চ্যাম্পিয়ন। আর্সেনালকে শেষ দুই ম্যাচে জিততে তো হবেই, প্রার্থনা করতে হবে যেন সিটি একটা ম্যাচ অন্তত ড্র করে। সেক্ষেত্রে পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে চ্যাম্পিয়ন হবে মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। কিন্তু সিটি যেরকম বিধ্বংসী ফর্মে খেলছে তাতে তাদের রোখা সহজ হবে না।

আরও পড়ুন: লখনউ দুরমুশ, আইপিএলের মগডালে KKR

সিটিকে একমাত্র বেগ দিতে পারার মতো দল টটেনহ্যাম (Tottenham)। কিন্তু শেষ দুই ম্যাচে বিশ্রী হেরেছে তারা। চেলসির (Chelsea FC) কাছে ২-০ এবং রবিবার লিভারপুলের (Liverpool FC) কাছে ৪-২ বিধ্বস্ত হয়েছে। জোড়া হারে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন চুরমার হয়েছে টটেনহ্যামের। তাদের পক্ষে সিটিকে সামলানো খুবই কঠিন। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা, আর্সেনাল সমর্থকরা তাই আশায় বুক বাঁধছেন।

তবে আর্সেনালকে এরপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) বিরুদ্ধে খেলতে হবে। গুয়ার্দিওলা যতই বলুন আর্সেনাল আর হারবে না, আর্সেনাল যতই বিধ্বংসী ফর্মে থাকুক, আর ম্যান ইউ যতই এই মরসুমে নড়বড় করুক, ফলাফল যা খুশি হতে পারে। বিশেষ করে এরিক টেন হাগের (Erik Ten Hag) দলেরও প্রথম ছয়ে শেষ করার তাগিদ রয়েছে। কাজেই বিনা যুদ্ধে এক ইঞ্চি মাটি ছাড়বেন না ব্রুনো ফার্নান্ডেজরা (Bruno Fernandez)।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular