Placeholder canvas

Placeholder canvas
Homeদেশফের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি
Jharkhand Cash Recovery

ফের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে নোটের পাহাড়

Follow Us :

রাঁচী: লোকসভা নির্বাচনের মধ্যে ফের কোটি কোটি টাকা উদ্ধার। ঝাড়খণ্ডে ED-র হানায় উদ্ধার হল পাহাড় প্রমাণ টাকা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী (Jharkhand Rural Development minister) আলমগীর আলমের (Alamgir Alam) ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের (Sanjiv Lal) পরিচারকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। সোমবার সকাল থেকেই রাঁচীর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকেরা। মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতেও অভিযান চালানো হয়।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের আর্থিক তছরুপ মামলার (Virendra Ram case) সঙ্গে মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের নাম জড়িয়ে পড়ে। সেই যোগসূত্র ধরেই সোমবার সকালে অভিযান শুরু করে আধিকারিকেরা। ইডি (ED) সূত্রে খবর, পরিচারকের বাড়ি থেকে ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আর্থিক তছরুপ মামলার সঙ্গে এর যোগ রয়েছে বলে অনুমান ইডির।

আরও পড়ুন: আজই সুপ্রিম কোর্টে ফের শুনানি SSC-র নিয়োগ বাতিল মামলার

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ED। একাধিক প্রকল্পের কাজে আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই দুর্নীতি মামলাতেই এবার কোটি কোটি টাকা উদ্ধার হল।

দেখুন ভিডিয়ো: 

RELATED ARTICLES

Most Popular