Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsদীর্ঘ তাপপ্রবাহের পর সোমে ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা
Kalboishakhi Warning

দীর্ঘ তাপপ্রবাহের পর সোমে ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা

বিকেলেই জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

Follow Us :

কলকাতা : দীর্ঘ তাপপ্রবাহের পর সোমে ৮ জেলায় কালবৈশাখির সতর্কতা (Kalboishakhi Warning in 8 districts)। আলিপুর আবহাওয়া দফতর জানাছে, তাপপ্রবাহের (Heatwave) দীর্ঘ ‘স্পেলের’ ইতি সোমবারই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে স্বস্তি মিলেছে অনেকটাই। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সোমবার থেকে ঝড়বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী (Kalboisakhi Forecast)। আপাতত সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার সকাল থেকে রোদ মেঘের খেলা চলছে। তার সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরমও। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতায় বেলা ২ টোর পর বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সোমবার ভারী বৃষ্টি বা কালবৈশাখী হতে পারে, যদিও বা সেই তালিকায় কলকাতা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা ১২ টার পর মেঘের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। বিকেল বা সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি হতে পারে ৬,৭,৮ এবং ৯ মে। সোমবার মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায়।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় অভিষেকের সভার দিনই বোমা ফেটে মৃত ১ কিশোর

৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বৃষ্টিতে ভিজবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এই আট জেলার বিস্তীর্ণ অঞ্চল। সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস‌্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস। এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দুপুর বা বিকেলের পর। সঙ্গে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

মঙ্গলবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার উত্তরের পার্বত্য জেলায় বেশি বৃষ্টি হবে। উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার ঝাড়খণ্ড লাগোয়া জেলা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে। বুধবার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular