কলকাতা: প্রকাশিত হল ২০২৪ সালের আইসিএসই (ICSE Result Declared) ও আইএসসি (ICSE Result Declared) পরীক্ষার ফল। আইসিএসইতে(দশম) এ বছর পাসের হার ৯৯.৪৭ শতাংশ। গতবছরের তুলনায় পাশের হার বেড়েছে দশমিক ৫৩ শতাংশ। আইএসসিতে (দ্বাদশ) পাসের হার ৯৮.১৯ শতাংশ। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে ১.২৬ শতাংশ। আইসিএসই ও আইএসসি উভয় পরীক্ষাতেই ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। আইসিএসইতে মেয়েদের পাশের হার ৯৯. ৬৫ শতাংশ যেখানে ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। অন্যদিকে আইএসসিতে মেয়েদের পাসের হার ৯৮.৯২ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯৭.৫৩ শতাংশ।
আরও পড়ুন: দীর্ঘ তাপপ্রবাহের পর সোমে ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা
কাউন্সিলের তরফে জানানো হয়েছে, অনলাইনে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। তাছাড়াও CAREERS পোর্টাল এবং DigiLocker থেকে নিজেদের ICSE বা ISC পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের পাশের হার ৯৭.৮০ শতাংশ। ২০২৩ সালে ছিল ৯৬.৯৩ শতাংশ। এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন।
অন্য খবর দেখুন