Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকাল, সোমবার এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে
Supreme Court

কাল, সোমবার এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে

যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি

Follow Us :

নয়াদিল্লি: এসএসসির (SSC) ২৬ হাজার চাকরি বাতিলের মামলাটি সোমবার উঠছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। এদিন মামলাটি শুনবে শীর্ষ আদালত। গত সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়। কিন্তু, চাকরি বাতিল নিয়ে কোনও নির্দেশ দেয়নি।

গত ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে গিয়েছেন চাকরিহারাদের একাংশও।

আরও পড়ুন: স্কুলে বেত খেয়েছিলেন: প্রধান বিচারপতি

এদিকে রাজ্যে ভোটের প্রচারে এসে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমানের সভায় তিনি বলেন, যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি। দলের রাজ্য সভাপতিকে বলেছি, রাজ্য বিজেপির তরফে একটি আইনি সহায়তা সেল ও সমাজমাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করা হোক।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular