Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনারিনের ব্যাটে ভর করে ২৩৫ করল KKR
Kolkata Knight Riders

নারিনের ব্যাটে ভর করে ২৩৫ করল KKR

শেষ দিকে ঝড় তুললেন রামনদীপ সিং

Follow Us :

লখনউ: লখনউয়ের একানা স্টেডিয়ামে কোনও ধরনের টি২০ ম্যাচে এতদিন ২০০ হয়নি। আজ সেই কাজ করে দেখাল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করলেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। কিন্তু তা সত্ত্বেও বলা যায় ২০ রান কম করেছে কেকেআর। সুনীল নারিন (Sunil Narine) যে তাণ্ডব করেছিলেন তাতে একটা সময় ২৫০-র লক্ষ্যে এগোচ্ছিল তারা। সেই উদ্দেশ্যেই চার নম্বরে আন্দ্রে রাসেলকে নামানো হয়। কিন্তু একটা ছয় মেরে আউট হয়ে যান তিনি।

রাসেল আউট হতে রিঙ্কু সিং নামেন। আজ আবার তিনি ব্যর্থ। গত মরসুমের মিডাস টাচ এবার যেন খুঁজেই পাচ্ছেন না তিনি। ১১ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রিঙ্কু। অঙ্গকৃশ রঘুবংশী করলেন ২৬ বলে ৩২। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৫ বলে ২৩। শেষ দিকে বরং টানলেন রামনদীপ সিং। ছয় বলে ২৫ করে রান করে রানটা ওই জায়গায় নিয়ে গেলেন তিনি। শেষ দু’ বলে মারলেন চার এবং ছয়। লখনউয়ের হয়ে সবথেকে ভালো বল করলেন রবি বিষ্ণোই।

আরও পড়ুন: ফের নারিনের তাণ্ডব, বড় রানের পথে কলকাতা

 

প্রথম ইনিংসের নায়ক সেই নারিন। তিনি এই পরিমাণ ধারাবাহিক হতে পারেন তা কল্পনার অতীত। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কী জাদু করেছেন তা তিনিই জানেন। রবিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ফের ঝড় তুললেন ক্যারিবিয়ান স্পিনার। হ্যাঁ, তাঁর প্রথম পরিচয় তো স্পিনারই। কিন্তু এই মরসুমে যাঁরা নারিনকে প্রথম দেখলে তারা বলবে তিনি বিধ্বংসী ওপেনার।

এদিন ৩৯ বলে ৮১ করে গেলেন। ২০৭.৬৯ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ছ’টি চার এবং সাতটি ছয়। এই সাতটি ছয় মেরেই রেকর্ড করলেন নারিন। হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen) টপকে এই আইপিএলের সবথেকে বেশি ছক্কা হাঁকানো হয়ে গেল কেকেআর (KKR) অলরাউন্ডারের। ক্লাসেন মেরেছেন ৩১টি ছয়। এই ম্যাচের আগে পর্যন্ত নারিন ২৫টা মেরেছিলেন, আজ সাতট মেরে এক নম্বরে চলে এলেন।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular