skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যভোটে বাধা দিলে ঝাঁটা-বঁটি-জুতো নিয়ে কর্মীদের তৈরি থাকার নিদান বিজেপি নেতার
Lok Sabha Election 2024

ভোটে বাধা দিলে ঝাঁটা-বঁটি-জুতো নিয়ে কর্মীদের তৈরি থাকার নিদান বিজেপি নেতার

Follow Us :

বাঁকুড়া: আবারও বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতি অনুপ ঘোষের। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ার এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা, বঁটি, জুতো নিয়ে কর্মীদের তৈরি থাকার নিদান বিজেপি নেতার। ক্ষমতায় আসার আগেই হুমকি, মানুষ এর জবাব দেবে পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের ।

শুক্রবার আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে পাত্রসায় ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সোনামুখি বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডল সভাপতি তথা পাত্রসায়েরের বিজেপি নেতা অনুপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, তৃণমূল হামলার ভয় দেখাচ্ছে। বিজেপির কর্মীরা কোনওদিন ভয় পেয়ে থাকে না, হামলা হলে পাল্টা হবে। তিনি আরও বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা আবাস যোজনার টাকা সাধারণ মানুষের কাছে ১০-২০ হাজার করে নিয়েছে। তাঁদের উদ্দেশ্যে বলেন, তৈরি থাকুন, লিস্ট সবার হাতে আছে। টাকা আদায় করতে আমরা জানি। আপনাদের রাতের ঘুম কেড়ে নেব সাবধান করে দিলাম। সামনেই ২৫ মে আর কয়েকটা মাত্র দিন। তৃণমূল কারও বাড়ি গিয়ে যদি বাধা দেয়, আপনাদের গণতান্ত্রিক অধিকারে যদি বাধা দেয়, আপনারা ঝাঁটা-বটি-জুতো নিয়ে তৈরি থাকুন।

আরও পড়ুন: পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী

এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, এটা বিজেপির কালচার। তাঁরা ক্ষমতায় আসার আগেই তাঁদের ভাবনা যদি এই ধরনের হয়, ক্ষমতা এলে যে কী করবে তা মানুষ বুঝতে পারছে। তাই তাদের মানুষ প্রত্যাখ্যান করছে। বিজেপি হুমকি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular