কলকাতা: কলকাতা পুলিশ (Kolkata Police) রাজভবনের (Raj Bhavan) সিসিটিভির ফুটেজ হাতে পেয়েই শুক্রবার সেখানকার তিন কর্মীকে তলব করল। তাঁদের মধ্যে এক সচিব পর্যায়ের অফিসারও রয়েছেন। কিন্তু এদিন তাঁরা কেউই পুলিশি তলব পেয়েও হাজির হননি। ফুটেজে যাঁদের ছবি পাওয়া গিয়েছে, তাঁদের ছবির স্ক্রিনশট তুলে পুলিশ রাজভবনে পাঠিয়ে দিয়েছে। তাঁদের পরিচয়ও জানতে চাওয়া হয়েছে। কলকাতা পুলিশ আট সদস্যের যে অনুসন্ধান কমিটি করেছে, সেই কমিটিই ঘটনার তদন্ত করছে। রাজ্যপাল, রাষ্ট্রপতিরা যেহেতু সাংবিধানিক রক্ষাকবচ পান, তাই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। সেই কারণেই পুলিশ তদন্তের বদলে অনুসন্ধান চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
লালবাজার (Lalbazar) সূত্রের খবর, রাজভবনের ফুটেজ তারা পেয়েছে পূর্ত দফতরের কাছ থেকে। কারণ রাজভবনের দেখভালের দায়িত্ব তাদের হাতে। বৃহস্পতিবারই রাজভবনের তরফে ১ ঘণ্টা ৯ মিনিটের একটি ফুটেজ জনসমক্ষে আনা হয়। তবে সেটি রাজভবনের বাইরের ফুটেজ। কিন্তু সংশ্লিষ্ট তরুণী অভিযোগ করেন, ২ মে রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C. V. Ananda Bose) তাঁর শ্লীলতাহানি করেন প্রথমবার। তরুণী ওই অভিযোগ করার পরই রাজ্যপাল কোচিতে চলে গিয়েছিলেন।
সেখান থেকেই রাজভবনের কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, সেখানকার কর্মীরা যেন পুলিশের তলবে সাড়া না দেন। বিবৃতিতে তাঁর অভিযোগ, এই অভিযোগের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। ঘটনার রাতেই রাজভবন বিবৃতি দিয়ে জানায়, কলকাতা পুলিশকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। এমনকী রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালের বিরুদ্ধে কড়া কথা বলায় রাজ্যপাল তাঁকেও রাজভবনে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশ জারি করেন। ওই নির্দেশে বলা হয়, মন্ত্রীর সমস্ত অনুষ্ঠান রাজ্যপাল বয়কট করবেন। শুধু তাই নয়, মন্ত্রীকে দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনেও ঢুকতে দেওয়া হবে না। রাতে রাজ্যপাল চন্দ্রিমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশও করেন।
আরও পড়ুন: কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছেন তরুণী, পুলিশের হাতে পাল্টা সিসিটিভি ফুটেজ
রাজ্যপালের এই কাজের নিন্দা করেন মুখ্যমন্ত্রী এবং শাসকদলের অন্য নেতারা। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, একটা বাচ্চা মেয়ের শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল একবার নয়, দুবার। এমনকী বোস যে অর্থমন্ত্রীর বিরুদ্ধে তাঁকে নালিশ করেছেন, সে কথাও জনসভায় দাঁড়িয়ে খোলসা করে দেন মুখ্যমন্ত্রী।
দেখুন বিস্তারিত খবর