Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশাহজাহান বাহিনীর হাতে খুন প্রদীপের ছেলে আইপিএস হতে চায়
Pritam Mandal

শাহজাহান বাহিনীর হাতে খুন প্রদীপের ছেলে আইপিএস হতে চায়

আইপিএস হতে দিল্লির উদ্দেশে পাড়ি দিচ্ছে প্রীতম

Follow Us :

সোনারপুর: বাবা খুন হয়ে যাওয়ার পর থেকেই আইপিএস হওয়ার স্বপ্ন উচ্চ মাধ্যমিকে ৪৮৩ নম্বর পাওয়া প্রীতম। শাজাহান বাহিনীর হাতে খুন হওয়া সন্দেশখালির (Sandeshkhali) প্রদীপ মন্ডলের ছেলে উচ্চমাধ্যমিকে (Higher Secondary) ৪৮৩ নম্বর পেয়েছন। চোখের সামনে শেষ হতে দেখেছিলেন বাবাকে। তারপর দমে না গিয়ে উচ্চশিক্ষায় মেধার তালিকাতেও জায়গা করেনিল প্রীতম মণ্ডল (Pritam Mandal)। মেধার সামনে ঝুঁকতে হল সন্ত্রাসকে। প্রীতমের নামেই এখন উজ্জ্বল করল সন্দেশখালি। উচ্চ মাধ্য়মিকে ৯৬ শতাংশের বেশি নম্বর পেয়েছে সে। এখনও আইপিএস হতে দিল্লির উদ্দেশে পাড়ি দিচ্ছে প্রীতম।

হাটগাছি অঞ্চলের সেই প্রদীপ মণ্ডলের কথা মনে আছে? ২০১৯ সালের উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহানের (Sheikh Shahjahan) লোকজনদের হাতে প্রদীপ মণ্ডল নামে এক ব্যক্তি খুন হয়েছিলেন বলে অভিযোগ তার স্ত্রীর। স্বামীকে খুন করার পর তার দুই ছেলেকে শেষ করে দিতে পারে শাহজাহানের লোকজন এই আশঙ্কায় দুই ছেলের হাত ধরে সন্দেশখালি ছেড়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পালিয়ে এসেছিলেন মৃত সন্দেশখালির প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মন্ডল। বড় ছেলেকে পড়াশোনার জন্য ভর্তি করে দেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেখান থেকে বিজ্ঞান বিভাগে এ বছর ৪৮৩ নাম্বার পেয়ে মৃত বাবার আত্মার প্রতি উৎসর্গ করলেন ছেলে। ছেলের এই ফলাফলে খুশি মা। স্বামীহারা পদ্মার ইচ্ছা সন্তানদের প্রকৃত মানুষ মানুষের মত মানুষ করে তুলতে।

আরও পড়ুন: আগামী সপ্তাহ পর্যন্ত চলবে রাজ্যে বৃষ্টি, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা

বাবা খুন হয়ে যাওয়ার পর প্রদীপ মন্ডলের ছেলে প্রীতম মণ্ডল চায় আইপিএস হতে। এর জন্য ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে প্রীতম। সম্প্রতি ২০১৯ সালে খুন হয়ে যাবার পর গোটা পরিবার নিয়ে ২০২১ সালে বাড়িঘর ছেড়ে সোনারপুরে চলে আসে প্রীতম ও তার পরিবার। এরপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল থেকে উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়ে বড়সড় সাফল্য পায় সে। একদিকে যেমন বাবার খুনিদের বিচার ও অন্যদিকে তার মায়ের স্বপ্ন পূরণ করতে আইপিএস হওয়ার স্বপ্ন দেখে আসছে সে। দীর্ঘ কয়েক বছর আরএসএস করেছিলেন প্রদীপ মন্ডল। পরে বিজেপিতে যোগদান করেন, এরপর হিন্দু পরিষদের রাজ্য কমিটিতে ছিলেন তিনি। এরপর থেকেই রাগে ফুসছিলে তারা। এবার পুলিশের সামনে প্রদীপ মণ্ডলকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ প্রীতম মন্ডল ও তার মা পদ্মা মন্ডলের। তাই সমাজে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রীতম ইতিমধ্যেই ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করেছে আগামী দিনে আইপিএস হয়ে বাবার খুনের বিচার করবেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular