skip to content

skip to content
Homeকলকাতাকাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছেন তরুণী, পুলিশের হাতে পাল্টা সিসিটিভি ফুটেজ
Kolkata Police

কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছেন তরুণী, পুলিশের হাতে পাল্টা সিসিটিভি ফুটেজ

জানি, কিছুই হবে না। তবু এই অসম লড়াই চালিয়ে যাব, বলছেন রাজভবনের অস্থায়ী কর্মী

Follow Us :

কলকাতা: শ্লীলতাহানি-কাণ্ডে রাজভবনের (Raj Bhavan) প্রকাশ করা সিসিটিভি ফুটেজের পাল্টা সিসিটিভি ফুটেজ হাতিয়ার কলকাতা পুলিশের (Kolkata Police)। কলকাতা পুলিশের কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গত ২ মে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন ওই তরুণী অস্থায়ী কর্মী।

কলকাতা পুলিশের দাবি, ২ মে শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে রাজ্যপালের চেম্বার লাগোয়া কনফারেন্স রুমে। চেম্বার থেকে তরুণীটি চিৎকার করে যখন বেরিয়ে আসছিলেন, তখন তাঁকে পিসরুমের বেশ কয়েকজন স্টাফ জোর করে ওই রুমে বসিয়ে রাখেন। সিসিটিভি ফুটেজ টাইম অনুযায়ী, ৫টা ১৫-তে তিনি কাঁদতে কাঁদতে ওই ঘর থেকে বেরিয়ে আসেন। তারপর তরুণী স্পেশ্যাল সেক্রেটারি এবং ডাক্তারের ঘরে ঢোকেন। সেখানে ১০ মিনিট থাকেন। তারপর বেরিয়ে পুলিশ আউটপোস্টে যান। 

আরও পড়ুন: মহিলা কমিশন প্রধানের বিরুদ্ধে তদন্তের দাবি জানাল তৃণমূল

বৃহস্পতিবার ‘সচ কা সামনা’ অনুষ্ঠানে ২ মে, ঘটনার দিনের ১ ঘণ্টা ৯ মিনিটের (বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৬টা ৪০-এর) সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। তবে সেই ফুটেজ মূলত রাজভবনের মেন গেটের পুলিশ আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির। ৫টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন। সেখানে রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে। সেখানকার একটি ফুটেজে দেখা গিয়েছে, যিনি অভিযোগ করেছিলেন সেই তরুণী ৫টা ৩২ মিনিটে পুলিশের একটি রুমে যাচ্ছেন। সেখান থেকে ৫টা ৪০ মিনিটে তিনি পাশের একটি রুমে যাচ্ছেন। পুলিশের দাবি, রাজভবনের প্রকাশ্যে আনা ফুটেজে তরুণীর কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসার ফুটেজটি দেখানো হয়নি। কেন সেই ফুটেজ রাজভবন দেখাল না কিংবা এই ফুটেজ না দেখানোর পিছনে কিছু লুকোনোর চেষ্টা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

ওই তরুণী বৃহস্পতিবারই রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার প্রতিবাদ করেন। তিনি বলেন, আমার ছবি প্রকাশ্যে এনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আবার একটি অন্যায় করলেন। এমনিতেই তিনি রক্ষাকবচের বলে কোনও তদন্তের আওতায় আসবেন না। জানি, কিছু হবে না। রাজ্যপাল ক্ষমতাবলে পার পেয়ে যাবেন। তবু আমি এই অসম লড়াই চালিয়ে যাব।

দেখুন বিস্তারিত খবর

RELATED ARTICLES

Most Popular