skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeBig newsছুটির দিনে সাতটি বৈঠক নরেন্দ্র মোদির
Narendra Modi

ছুটির দিনে সাতটি বৈঠক নরেন্দ্র মোদির

রেমাল পরবর্তী পরিস্থিতি, দেশে তাপপ্রবাহের মৃত্যু নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে

Follow Us :

নয়াদিল্লি: শনিবারই শেষ হয়েছে শেষ দফার নির্বাচন। তারপর টিভিতে এগজিট পোলের (Exit Poll) সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাতে বেশিরভাগ এগজিট পোলেই দেখা গিয়েছে, ফের দেশে তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। স্বাভাবিকভাবেই উজ্জীবিত গেরুয়া শিবির। তারই মধ্যে রবিবার ছুটির দিনে সাতটি বৈঠক করলেন মোদি। স্বাভাবিকভাবেই তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে জানা গিয়েছে এটি রুটিন প্রশাসনিক বৈঠক।

রবিবার পর পর সাতটি বৈঠক মোদির। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার উদযাপন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। রেমাল পরবর্তী পরিস্থিতি, দেশে তাপপ্রবাহের মৃত্যু নিয়ে আলোচনা হতে পারে। ক্ষমতায় এলে প্রথম ১০০ দিনের কাজের লক্ষ্য নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টা ধ্যান করেছেন মোদি। শনিবার দুপুরে সেখান থেকে বেরিয়ে এসেছেন। রবিবার প্রশাসনিক কাজ শুরু করতে চলেছেন তিনি।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular