skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollগম্ভীরই ভারতের কোচ! কবে জানাবে বিসিসিআই?
Gautam Gambhir

গম্ভীরই ভারতের কোচ! কবে জানাবে বিসিসিআই?

পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে যথেষ্ট ডামাডোল হয়েছে শেষ ১০-১৫ দিনে

Follow Us :

মুম্বই: শেষমেশ গৌতম গম্ভীরই (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ হচ্ছেন? আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও, শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত। এও জানা গিয়েছে, টি২০ বিশ্বকাপ শেষ হলে কিংবা বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হলেই গম্ভীরের না ঘোষণা করে দেবে বিসিসিআই (BCCI)।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ফাইনালে হারের পরে তাঁর চুক্তি টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। এবার নতুন কোচের খোঁজে রয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) জানিয়েছিলেন, ২৭ মে পর্যন্ত কোচের পদে আবেদনপত্র গৃহীত হবে। বিদেশিরাও আবেদন করতে পারেন। এমনকী দ্রাবিড়ও নতুন করে আবেদন করতে পারেন বলে জানিয়েছিলেন সচিব। কিন্তু দ্রাবিড় সে পথে হাঁটতে ইছুক নন।

আরও পড়ুন: আজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল বনাম ডর্টমুন্ড

পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে যথেষ্ট ডামাডোল হয়েছে শেষ ১০-১৫ দিনে। সবার আগে শোনা গিয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) নাম। তারপর টম মুডি, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারের নামও ভেসে উঠেছিল। পন্টিং (Ricky Ponting) সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন, ভারতের কোচ হওয়ার ইচ্ছে আছে কি না তাঁর কাছে তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এরপরেই জয় শাহের বিবৃতি নতুন করে বিতর্কের সৃষ্টি করে।

সচিব জানান, কোনও অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটারকে বিসিসিআই কোনওরকম প্রস্তাবই দেয়নি। এমন কাউকে কোচ করা হবে যিনি ভারতের ঘরোয়া ক্রিকেটের কাঠামো সম্পর্কে গভীরভাবে অবহিত। এরপর আচমকাই নাম ওঠে গৌতম গম্ভীরের। কেকেআর আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হওয়ার পর প্রশ্ন ওঠে, এক বছর কাজ করেই ফ্র্যাঞ্চাইজি ত্যাগ করবেন গম্ভীর? শাহরুখ খান (Shah Rukh Khan) কি তাঁকে ছাড়বেন। সময় যত এগিয়েছে গম্ভীরের হেড কোচ হওয়ার সম্ভাবনা তত প্রবল হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে বিষয়টা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular