skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollম্যান্ডেলার দল এককভাবে ক্ষমতায় ফিরল না দক্ষিণ আফ্রিকায়
African National Congress

ম্যান্ডেলার দল এককভাবে ক্ষমতায় ফিরল না দক্ষিণ আফ্রিকায়

এবারে এএনসি ৪০ শতাংশ ভোট পেয়েছে

Follow Us :

কেপটাউন: নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এককভাবে ক্ষমতায় ফিরতে পারছে না। নির্বাচনে বৃহত্তম আসনের দল হলেও জোট গড়ে সরকার গড়তে হবে। এবারে এএনসি (African National Congress) ৪০ শতাংশ ভোট পেয়েছে। ৪০০ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে গরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গড়তে হবে দলকে। ৪০০ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে গরিষ্ঠতা পাওয়ার জন্য ২০১টি আসন তারা পাচ্ছে না। দ্বিতীয় স্থানাধিকারী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে ২১ শতাংশ ভোট। জ্যাকব জুমার এমকেপি পেয়েছে ১৪ শতাংশ ভোট। এএনসিকে সরকার গড়তে হবে জ্যাকব জুমা বা ১০ শতাংশ ভোট পাওয়া ইকোনমিক ফ্রিডম ফাইটার্সের সঙ্গে জোট গড়ে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রথম গণতান্ত্রিক ভোটে জিতে দক্ষিণ আফ্রিকায় ক্ষমতায় এসেছিল নেলসন ম্যান্ডেলার দল এএনসি। প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা। তারপর থেকে বিগত ৩০ বছর ধরে ওই দল দেশ শাসন করছে।

আও পড়ুন: বিজেপির বিক্ষোভে বন্ধ রাস্তার কাজ

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular