রাশিফল: জুন মাসে বৃষ রাশিতে একযোগে চারটি গ্রহের সংযোগ তৈরি হচ্ছে। এই মাসে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ ও গজলক্ষ্মী রাজযোগের সঙ্গে মাসের প্রথম দিনে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করায় রুচক রাজযোগ তৈরি হবে। এই পাঁচ রাজযোগের প্রভাবে জুন মাসে বেশ কিছু রাশির কেরিয়ার ও আর্থিক জীবনে উন্নতি হতে চলেছে (Horoscope)-
মেষ রাশি: আর্থিক দিক দিয়ে মেষ রাশির জাতকদের জুন মাসটি অত্যন্ত অনুকূল হতে চলেছে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা আছে। পারিবারিক কোনও সম্পত্তির দ্বারা লাভান্বিত হতে পারেন। মাসের শেষের দিকে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রে এই মাসটি বৃষর জাতকদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। ব্যবসায় ব্যাপক উন্নতি হতে পারে। জুনের শেষে জীবনে বড় পরিবর্তন দেখা দেবে। সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক জীবনে উন্নতি হবে। আলোচনার মাধ্যমে পুরনো সমস্যার সমাধান করুন। কোনও মহিলার কারণে জীবনে সুখ-শান্তির আগমন ঘটবে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের আর্থিক জীবনের জন্য় এই মাসটি খুবই সমৃদ্ধ। তবে কর্মক্ষেত্রে কষ্ট বাড়বে। হঠাৎ কোনও কারণে মনে কষ্ট পাবেন। জুনের শেষে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: মঙ্গলবার মেনে চলুন এই নিয়মগুলি, সমৃদ্ধি আসবে
সিংহ রাশি: এই মাসে সিংহ রাশির জাতকদের আর্থিক জীবনে লাভের যোগ রয়েছে। জুন মাসে ধৈর্য সহকারে যেকোনও সিদ্ধান্ত গ্রহণ করুন, এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে। ভালো কোনও উপহার পেতে পারেন।
কন্যা রাশি: এই মাস থেকেই জীবনে নানান পরিবর্তন দেখা দেবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক জীবনে অধিক ব্যয় হবে এবং কষ্ট বাড়তে পারে। আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। জুনের শেষে সাফল্য লাভ করতে পারবেন।
তুলা রাশি: কর্মক্ষেত্রে উন্নতি হবে। কোনও পিতৃতুল্য ব্যক্তির সাহায্যে সহজেই দীর্ঘদিনের বাকি থাকা কাজ মিটে যাবে। উন্নতির পথ প্রশস্ত হবে। আর্থিক জীবনে আকস্মিক উন্নতি হবে।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে নানান ওঠাপড়ার পর অবশেষে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। আর্থিক জীবনে উন্নতি হবে। পরিবারে কোনও নতুন সূচনার কারণে মনের মধ্যে সংশয় থাকবে, তবে অবশেষে সাফল্য লাভ করবেন।
ধনু রাশি: কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক ক্ষেত্রে ধন লাভ হবে। এই মাসে নতুন ব্যবসা শুরু করলে তা শুভ হবে।
মকর রাশি: আর্থিক জীবনে ইতিবাচক পরিণাম পাবেন। তবে আবেগপ্রবণতার কারণে আর্থিক জীবনে ব্যয় বাড়বে।
কুম্ভ রাশি: এই মাসে কুম্ভ রাশির জাতকদের ভাগ্যে ধন লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের, তারপরই ইতিবাচক পরিণাম পাবেন।
মীন রাশি: আর্থিক জীবনের জন্য সময় অনুকূল। ধন লাভের দারুণ পরিস্থিতি তৈরি হবে। পরিবারে আনন্দের আগমন হবে। সুখবৃদ্ধির একাধিক সুযোগ পাবেন।
আরও খবর দেখুন