কলকাতা: বুধবার কমলা ঝড়ে উড়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। তাদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যমাত্রা মাত্র ৯.৪ ওভারে তুলে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH), তাও কোনও উইকেট না হারিয়ে। লখনউয়ের বোলারদের উপর বুলডোজার চালিয়েছেন ট্রাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে বুধবারের কমলা ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লে অফ দৌড় থেকে ছিটকে গেল তারা।
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অ্যান্ড কোং প্লে অফে যাবে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। বুধবার তাতে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। হায়দরাবাদ জেতায় ১২ ম্যাচে তাদের পয়েন্ট হল ১৪। ওদিকে ১৪ মে গুজরাত টাইটান্স (GT) বনাম দিল্লি ক্যাপিটালস (DC) খেলা। যে দল জিতবে তারা ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। যদি টাই হয় বা কোনও কারণে খেলা ভেস্তে যায় তাহলে দুই দল অন্তত ১৩ পয়েন্টে পৌঁছবে। এদিকে মুম্বই শেষ দুই ম্যাচ জিতলেও ১২ পয়েন্টের বেশি হবে না।
আরও পড়ুন: মাঠেই রাহুলের উপর ক্ষোভ প্রকাশ গোয়েঙ্কার, তুমুল বিতর্ক
এই মরসুম শুরুর আগে থেকেই সমস্যায় জর্জরিত মুম্বই শিবির। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা থেকে বিতর্কের শুরু। এরপর রোহিতকে বাউন্ডারিতে ফিল্ডিং করতে পাঠানোয় ক্ষোভে ফেটে পড়ে দেশের ক্রিকেট অনুরাগীরা। একের পর এক স্টেডিয়ামে বিদ্রুপাত্মক ‘বুউউউ’ ধ্বনি শুনতে হয় হার্দিককে। তাঁর পারফরম্যান্সের গ্রাফও এবার নীচের দিকে ছিল। শেষের দিকে কিছু উইকেট পেলেও ব্যাট হাতে একদম ব্যর্থ ভারতের তারকা অলরাউন্ডার।
মুম্বইয়ের ব্যর্থতার দায় অবশ্যই অধিনায়কের একার নয়। ওপেনার ঈশান কিষান এবার একেবারেই রান করতে পারেননি। রোহিতও বেশিরভাগ ম্যাচে ব্যর্থ। বাকিরাও ধারাবাহিকতা দেখাতে পারেননি। একমাত্র একজন প্রতিদিন পারফর্ম করে গিয়েছেন, কোনও কিছুই তাঁকে টলাতে পারেনি, তিনি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
দেখুন অন্য খবর: