Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ
Supreme Court

বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ

আদালতের নির্দেশে বিচারপতির স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিআইডি

Follow Us :

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) স্বামী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে যে মামলায় অভিযোগ উঠেছিল, সেটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যকে এফআইআর নিয়ে রাজনীতি করতে নিষেধ করা হয়েছে। ওই মামলার শুনানিতেই রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর করতে রাজ্যকে নিষেধ করে সর্বোচ্চ আদালত।

শুক্রবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না। চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, আইনকে আইনের পথে চলতে দিন।

আরও পড়ুন: যৌনতার প্রয়োজনে প্যারোল নয়: দিল্লি হাইকোর্ট

একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে। এক বিধবা ও তাঁর মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে বিচারপতির স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিআইডি। তারা বিচারপতির স্বামীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য তলবও করে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular