রাশিফল: আজ ৮ মে ২০২৪ বুধবার, বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ দিনভর সৌভাগ্য যোগ, শোভন যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ আছে বেশ কিছু রাশির জাতকদের জন্য।
আরও পড়ুন: কালো তিলেই ফিরবে জীবনের আলো! জেনে নিন
হিন্দুধর্ম মতে বুধবার হল গণপতির প্রিয় দিন। তার সঙ্গে বৈশাখী অমাবস্যা থাকায় আজকের দিনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ। একনজরে দেখে নিনি আজ সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতকরা (Horoscope)-
বৃষ রাশি: আজকের দিনটি লাভজনক হবে বৃষ রাশির জাতকদের জন্য। সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে ব্যবসায় বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। নতুন চাকরি পাওয়ারও যোগ আছে।
কর্কট রাশি: সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আজ মনের একাধিক ইচ্ছে পূরণ হবে কর্কট রাশির জাতকদের। বিনিয়োগের জন্য শুভ দিন। আজ আপনার সব কাজের পথে বাধা কেটে যাবে।
তুলা রাশি: শোভন যোগের শুভ প্রভাবে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। কাজের সূত্রে বিদেশ সফরের সুযোগ আসতে পারে। স্টক মার্কেটে বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন।
ধনু রাশি: সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাবে কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য পেতে পারেন। প্রেম জীবন মধুর হবে আজ ধনু রাশির জাতকদের।
মীন রাশি: ভরণী নক্ষত্রের শুভ প্রভাবে আজ সৌভাগ্য ফিরবে মীন রাশির জাতকদের। গণেশের কৃপায় আয় অনেকটাই বাড়বে। সম্পত্তি সংক্রান্ত পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে।
আরও খবর দেখুন