skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যরাজ্যে রেশন কার্ড কত? রিপোর্ট তলব ইডির
Ration Scam

রাজ্যে রেশন কার্ড কত? রিপোর্ট তলব ইডির

বাংলায় চালু রেশন কার্ডের হিসাব জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Follow Us :

কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে নেমে ইডির হাতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তদন্তকারীদের দাবি, ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির টাকা পাঠানো হয়েছে বিদেশে। এদিকে দুর্নীতির তদন্ত যথাযথ হয়নি। উল্টে মূল এফআইআর রাজ্য পুলিশ নষ্ট করেছে বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। এবার রাজ্যে রেশন কার্ড কত? খাদ্য দফতরের থেকে জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

খাদ্য দফতরের কাছে ইডির প্রশ্ন-

  • রাজ্যে চালু রেশন কার্ড কতগুলি রয়েছে অর্থাৎ, যে সমস্ত রেশন কার্ডে নিয়মিত রেশন তোলা হয়, তার সংখ্যা কত?
  • রাজ্যে ২০১৯ সালের আগে কত রেশন কার্ড ছিল এবং এখন কত হয়েছে?
  • রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার সময় কত রেশন কার্ড বাতিল হয়েছে?

আরও পড়ুন: রাষ্ট্রপতির পর এবার অখিলের মুখে রাজ্যপালকে নিয়ে কুকথার ঝড়

এই সমস্ত প্রশ্নের মাধ্যমে রেশন দুর্নীতিতে রেশন কার্ডের মাধ্যমেও কোনও দুর্নীতি হয়েছে কি না সেটাই জানতে চাইছে ইডি। পাশাপাশি মৃত্যুর পরে কোনও ব্যক্তির রেশন কার্ড নিয়ম মেনে বাতিল করা হচ্ছে নাকি সেই রেশন কার্ডের মাধ্যমে বেআইনি ভাবে রেশন তোলা হচ্ছে সেটাও খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, সক্রিয় রেশন কার্ডের সংখ্যা জানতে পারলে রাজ্যে রেশনের চাহিদা ঠিক কত সেটাও জানা যাবে।

উল্লেখ্য, রাজ্যে রেশন দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রেহমান-সহ অনেকেই। রেশন দুর্নীতি মামলার তদন্তের প্রয়োজনেই রাজ্যের রেশন কার্ড সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইছে তদন্তকারীরা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular