মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দায়িত্বের চাকরির মেয়াদ আসন্ন টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) পর্যন্ত। তারপরেই নতুন করে হেড কোচ পদের জন্য আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এমনকী দ্রাবিড় নিজেও আবেদন করতে পারেন। একথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। বিদেশি কোচ নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
বোর্ডের সঙ্গে দ্রাবিড়ের প্রাথমিক চুক্তি ছিল ২০২৩ ওডিআই (2023 ODI World Cup) বিশ্বকাপ পর্যন্ত। টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চুক্তি বাড়ানো হয় ২০২৪-এর জুন পর্যন্ত। জয় শাহ বলেছেন, “রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুন পর্যন্তই। তিনি যদি আবেদন করতে চান, করতেই পারেন। নতুন কোচ ভারতীয় হবেন নাকি বিদেশি তা আমরা স্থির করিনি। এটা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সিদ্ধান্ত।”
তবে জয় শাহ জানিয়ে দিয়েছেন, ভারতের বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ করা হবে না। তাঁর কথায়, “এ ব্যাপারটাও অ্যাডভাইজরি কমিটির এক্তিয়ারে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ সহ অনেকেই সব ফর্ম্যাটের খেলোয়াড় আছেন। তা ছাড়া ভারতে এরকম আগে কখনও হয়নি।” তিনি আরও জানিয়েছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) ইংল্যান্ড থেকে অন্য জায়গায় সরানোর জন্য আলোচনা হতে পারে। বোর্ডের চুক্তির গ্রেড এ-তে থাকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সাদা বলের ঘরোয়া ক্রিকেট খেলবে বলেও জানিয়েছেন তিনি।
গত মরসুম থেকে আইপিএলে আমদানি হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এই নিয়মের জোরে অতিরিক্ত ব্যাটার খেলিয়ে বিশাল বিশাল রান হচ্ছে প্রায় প্রতিদিন। বোর্ড সচিব জানিয়েছেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনও স্থায়ী নয়। জয় শাহ বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ার একটা পরীক্ষা। এতে আইপিএলে প্রতি ম্যাচে দু’জন ভারতীয় ক্রিকেটার সুযোগ পাচ্ছে। এই নিয়ম চালু থাকবে কি না তা ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী সংস্থাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এখনও পাকাপাকি নয় তবে কেউই এ নিয়ে আপত্তি জানায়নি।”
দেখুন অন্য খবর: