Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতমলুকে বহুতল ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court

তমলুকে বহুতল ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

আগামী ৩ মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে

Follow Us :

তমলুক: বেআইনি নির্মাণ প্রসঙ্গে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পূর্ব মেদিনীপুরের তমলুকে (Tamluk) প্রায় ১৫০ কোটি টাকার বহুতল আগামী ৩ মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তমলুক পুরসভাকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বেসমেন্ট ছাড়াই ৭ তলা বিল্ডিং নির্মাণ হয়েছে বলে অভিযোগ। যেখানে বেসমেন্ট, একতলা সহ ৫ তলা বিল্ডিং তৈরির অনুমতি ছিল। এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি বলা হয়েছে, ফ্ল্যাটের জন্য অগ্রিম টাকা দেওয়া থাকলে তা সুদসহ ডেভেলপারদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। বহুতলে ইতিমধ্যেই যাঁরা বসবাস করছেন,তাঁদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা ফ্ল্যাট বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্ল্যাট কিনেছেন তাঁদেরও সুদ সহ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, তমলুক ডাউনটাউন এনক্লেভ। তা ৩ মাসে ভেঙে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৭ ব্লকের ২০৮১৭ বর্গমিটার বহুতল ভেঙে দিতেই নির্দেশ। বেসমেন্ট ছাড়াই ৭ তলা বিল্ডিং। বেসমেন্ট + গ্রাউন্ড ফ্লোর – ৫ তলা বিল্ডিং । এমন প্লানের কথা বলা হলেও মানা হয়নি কোনও নিয়ম। নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ করা হয়েছে বলেই জানা যায়। আর এই নির্দেশ নিয়ে ঘোর বিপাকে আবাসিকরা। তমলুক শহরের এই বহুতলে বসবাস করে প্রায় ১৫২ টি পরিবার। বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন। কেউ ব্যাংক থেকে ঋণ করে কেউ বার ধার বা অন্য ফ্ল্যাট বিক্রি করে বাড়তি স্বাচ্ছন্দের জন্য এই আবাসনে ঘর নিয়েছিলেন। শুক্রবার সকাল থেকেই তাঁদের দেখা যায় আবাসনের সামনে মনে উদ্বেগ নিয়ে ঘোরাফেরা করতে।

আরও পড়ুন: বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular