
হুগলি: টানা ৪২ দিন ধরে প্রভুর মাথায় চন্দন লেপন চলবে। ৪৩ দিনের মাথায় অনুষ্ঠিত হবে মাহেশের (Mahesh) মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা উৎসব।
পঞ্জিকা মতে, অক্ষয় তৃতীয়া ১ বৈশাখের পরে বাংলা বছরের প্রথম শুভদিন। এদিন থেকে শুরু হয় প্রভু জগন্নাথ দেবের চন্দনযাত্রা। ৬২৮ বছরের প্রাচীন উৎসবকে ঘিরে মন্দির চত্বর মুখরিত ছিল। ভোর ৪টেয় মঙ্গল আরতির পর বিশেষ পুজো পাঠ শুরু হয়। বেলা ১০টার পর চন্দন যাত্রা উৎসব শুরু হয়।
আরও পড়ুন: ভোটের আগেই সন্ত্রাস তৃণমূলের, অভিযোগ বিজেপি প্রার্থীর
মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, প্রচণ্ড গরমে আমাদের যেমন মাথা ধরে তেমনই মানবরূপী ভগবান মহাপ্রভুরও এই সময় মাথার যন্ত্রণা হয়। এই রীতি তার জন্যই।
আরও খবর দেখুন