Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোটের আগেই সন্ত্রাস তৃণমূলের, অভিযোগ বিজেপি প্রার্থীর
Loksabha Vote 2024

ভোটের আগেই সন্ত্রাস তৃণমূলের, অভিযোগ বিজেপি প্রার্থীর

অসীম সরকার বলেন, সন্ত্রাস এখন থেকেই শুরু হয়ে গিয়েছে

Follow Us :

বর্ধমান: চতুর্থ দফার নির্বাচন (Election) ১৩ মে। তার কয়েকদিন আগে থেকেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল (TMC)। কালনার তালবোনা এলাকার একটি অনুষ্ঠান হলে সাংবাদিক বৈঠকে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। এদিন তিনি বলেন, সন্ত্রাস এখন থেকেই শুরু হয়ে গেছে, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় আমরা এজেন্ট দিতে যাতে না পারি তার প্রচেষ্টা আরও দুদিন আগে থেকেই শুরু হয়েছে। যারা সংখ্যাগুরু সম্প্রদায় রয়েছেন তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। যদি এজেন্ট দিস তাহলে সেন্ট্রাল বাহিনী বাবা তোদের আর কটা দিন বাঁচাবে? এমন বলে হুমকি দেওয়া হচ্ছে। এমনি চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এদিন বিজেপি প্রার্থী অসীম সরকার এদিন।

পাশাপাশি শান্তিপূর্ণ ভোটদানের পক্ষে তাঁর স্বরচিত কবিগান সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন তিনি। কবি গানের মাধ্যমে তিনি বলেন, সবার উপর জনগণের রায় ভাই রে, যেন মনের আনন্দে সবাই সেই ভোটটি নিজে দিতে যায়। সবার ওপর জনগণের রায়। পুলিশ প্রশাসনের উপর আমার রইলো নিবেদন,যেন শান্তিতে ভোটটা দিতে পারে বাংলার জনগণ।

আরও পড়ুন: ভোটদাতাদের তথ্য দ্রুত প্রকাশের দাবিতে সুপ্রিমকোর্টে এডিআর

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular