Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোটদাতাদের তথ্য দ্রুত প্রকাশের দাবিতে সুপ্রিমকোর্টে এডিআর
Supreme Court of India

ভোটদাতাদের তথ্য দ্রুত প্রকাশের দাবিতে সুপ্রিমকোর্টে এডিআর

মোট ভোটদাতার সংখ্যা অনেক পরে জানানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে

Follow Us :

নয়াদিল্লি: ভোটদাতাদের তথ্য প্রকাশে নির্বাচন কমিশনের (Election Commission of India) দেরিতে আশঙ্কা তৈরি হচ্ছে। এমন অভিযোগে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ এডিআর (ADR)। কত নাগরিক ভোট দিলেন, তা দিনের শেষে অবিলম্বে প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।

চলতি সাধারণ নির্বাচনে যে দিনগুলিতে ভোট হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই বেশ কয়েকদিন পরে মোট ভোটদাতার সংখ্যা প্রকাশ করেছে কমিশন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হয়। কিন্তু মোট ভোট দাতার সংখ্যা জানানো হয় ১১ দিন পরে। একইভাবে ২৬ এপ্রিলের ভোটের তথ্য প্রকাশিত হয়েছে চার দিন পরে। এছাড়াও চূড়ান্ত ভোটদাতার সংখ্যার ক্ষেত্রেও বদল হচ্ছে। প্রাথমিকভাবে প্রকাশিত তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যে প্রায় পাঁচ শতাংশের তফাৎ ঘটেছে।

আরও পড়ুন: ফুটেজ পেয়েই রাজভবনের তিন কর্মীকে তলব লালবাজারে

প্রসঙ্গত ২০১৯ সালের সাধারণ নির্বাচন নিয়ে এডিআর যে মামলা করেছিল, সেই মামলাতেই এই আবেদনটি অতিরিক্ত বিষয় হিসেবে যুক্ত করা হয়েছে।

প্রতিটি পোলিং স্টেশনের একাউন্ট অফ ভোটস রেকর্ডেড বা ফর্ম সেভেন্টিন-সি পার্ট ওয়ানের প্রতিলিপি ভোট শেষ হওয়ার পর অবিলম্বে কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করুক। ভোট গণনার পর ফর্ম সেভেন্টিন-সি পার্ট-২ কমিশনকে ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হোক। প্রার্থনা মামলাকারীর।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular