skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollইউরোপার ফাইনালে লেভারকুসেন বনাম আটালান্টা

ইউরোপার ফাইনালে লেভারকুসেন বনাম আটালান্টা

এই মরসুমে পৃথিবীর সেরা ক্লাব বেয়ার লেভারকুসেন

Follow Us :

লেভারকুসেন: চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ হোক কিংবা বরুসিয়া ডর্টমুন্ড, এই মরসুমে পৃথিবীর সেরা ক্লাব বেয়ার লেভারকুসেন (Bayer Leverkusen)। এ মরসুমে ৪৯তম ম্যাচ খেলে তারা অপরাজিত। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের (UEFA Europa League) সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার বিরুদ্ধে ২-২ ড্র করে ফাইনালে উঠল লেভারকুসেন। দলকে আরও একটা ট্রফি দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন জাভি আলোনসো (Xavi Alonso)। দ্বিমুকুট জয়ের পথে ফাইনালে তাঁদের কাঁটা আটালান্টা (Atalanta)।

আরও পড়ুন: ‘লড়কি তু কামাল কি’, বলিউডে পা দিলেন ড্রে রাস

প্রথম লেগে রোমার মাঠে ২-০ জিতেছিল লেভারকুসেন। তারাই ফাইনালে উঠবে বলে ধরে নিয়েছিলেন সমর্থকেরা। কিন্তু দুই অর্ধে দুটি পেনাল্টি পায় রোমা, এবং তাদের ২-০ এগিয়ে দেন পারেদেস। দুই লেগ মিলিয়ে ফলাফল ২-২ হয়ে যায়। খেলার যখন ১০ মিনিট বাকি তখনও গোল করতে পারেনি জার্মানির ক্লাব। কিন্তু এ মরসুমে লেভারকুসেন যেটা একাধিকবার অবিশ্বাস্যভাবে করে দেখিয়েছে, সেই শেষ মুহূর্তে ফিরে আসা, সেটাই করে দেখাল।

 

কর্নার থেকে আসা বল রোমা ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনির গায়ে লেগে তাঁদেরই গোলে ঢুকে গেল। লেভারকুসেনের কপাল ভালো অস্বীকার করা যায় না, কিন্তু একেই বলে চ্যাম্পিয়ন্স লাক, যা গতকাল সাহায্য করেছে রিয়াল মাদ্রিদকে (Real Madrid)। আত্মঘাতী গোল খেয়ে হতাশ রোমার অল আউট আক্রমণ করা ছাড়া উপায় ছিল না। প্রতি আক্রমণে তাদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন জোসিপ স্টানিসিচ। আগামী ২২ মে (ভারতীয় সময়ে ২৩ মে) আয়ারল্যান্ডের ডাবলিন (Dublin) শহরে ফাইনালে মুখোমুখি হবে লেভারকুসেন ও আটালান্টা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular