কলকাতা: তপ্ত গরমে পুড়ছে গোটা উত্তর ভারত। যাকে বলে তপ্ত কড়াই। দিল্লির (Delhi Heatwave) রেকর্ড ভেঙে ফেলল মহারাষ্ট্র। রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। বৃহস্পতিবার নাগপুরের(Nagpur Heatwave) তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫৬ ডিগ্রি। দেশের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি গত ৪৮ ঘণ্টায় বিহারে (Bihar Heatwave) গরমে মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাঁদের মধ্যে রয়েছেন ১০ জন ভোটকর্মী। ওড়িশাতে গরমের কারণে 10 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা সকলেই রাজ্যের রাউরকেলা শহরের বাসিন্দা ৷ হিটস্ট্রোকে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ তীব্র তাপপ্রবাহ চলছে। এখনও পর্যন্ত এই দাবদাহের বলি হয়েছেন ৫৪ জন৷ রাজস্থানের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গিয়েছে৷ দিল্লি, পঞ্জাব, ওড়িশার মতো রাজ্যগুলির বহু জায়গাতেই তাপমাত্রা গত কয়েকদিন ধরে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করছে৷ মৌসম ভবনের তরফ থেকে নাগপুরে ৪ টি অটোমেটিক ওয়েদার স্টেশন তৈরি করা হয়েছে। তার একটিতেই তাপমাত্রার পারদ ওঠে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানেও তাপপ্রবাহের ধাক্কায় এখনও পর্যন্ত পাঁচজনের প্রাণ গিয়েছে। ঝাড়খণ্ডের পালামু জেলায়, একজন মহিলা-সহ কমপক্ষে চারজন তাপপ্রবাহ সম্পর্কিত উপসর্গের কারণে মারা গিয়েছেন।উত্তরপ্রদেশে বৃহস্পতিবার হিটস্ট্রোকের কারণে একজন মহিলার মৃত্যু হয়েছে এবং তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ভোটে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের
বিহারের বহু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বক্সারে। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ জন্য সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিহার সরকার।
অন্য খবর দেখুন