skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবিশ্বকাপ খেলার ভিসা পাননি তারকা ক্রিকেটার, নেপালে বিক্ষোভ
Sandeep Lamichane

বিশ্বকাপ খেলার ভিসা পাননি তারকা ক্রিকেটার, নেপালে বিক্ষোভ

সন্দীপ লামিচানের ভিসা এখনও মঞ্জুর করেনি আমেরিকা

Follow Us :

কাঠমান্ডু: প্রতিবাদে ফেটে পড়েছে নেপালের (Nepal) রাস্তাঘাট। তাদের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানের (Sandeep Lamichane) ভিসা এখনও মঞ্জুর করেনি আমেরিকা। কিছুদিন আগেই ধর্ষণের মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন লামিচানে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (CAN) তার খেলার ব্যাপারেও ছাড়পত্র দেয়। আশা ছিল, টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) খেলবেন তিনি। কিন্তু কাঠমান্ডুর আমেরিকান দূতাবাস প্রাক্তন নেপাল অধিনায়ককে ভিসা না দেওয়ার বিষয়ে অনড় মনোভাব দেখাচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে বহু মানুষ বালুয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়েছেন। আইপিএল সহ পৃথিবীর প্রায় সমস্ত প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা প্রথম নেপালি ক্রিকেটারের ভিসার জন্য দরবার করছেন তাঁরা।

আরও পড়ুন: গম্ভীর কি আদৌ ভারতের কোচ হচ্ছেন?  

কিছুদিন আগে নেপালের উচ্চ আদালতে ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন সে দেশের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপে তাঁর খেলার কোনও বাধা ছিল না। কিন্তু বিশ্বকাপ খেলার স্বপ্ন ধাক্কা খেল লামিচানের, কারণ আমেরিকা তাঁর ভিসা মঞ্জুর করেনি। এ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

গত ২২ মে মাইক্রোব্লগিং সাইট এক্সে (আগে যার নাম ছিল টুইটার) লামিচানে লেখেন, “নেপালের আমেরিকান দূতাবাস ২০১৯ সালে যা করেছিল তা-ই আবার করল। আমেরিকায় টি২০ বিশ্বকাপের জন্য আমার ভিসা দিল না। দুর্ভাগ্যজনক, নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের জন আমি দুঃখিত।”

বিশ্বকাপে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন ২৫ মে। লামিচানেকে শেষ পর্যন্ত খেলানো যাবে কি না তা এখনও জানা নেই। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও (CAN) এবারে কোনও সদুত্তর দিতে পারছে না। টি২০ বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ারে ৯টি উইকেট নিয়েছিলেন লামিচানে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করায় বড় অবদান ছিল তাঁর। মূল পর্বে তাঁকে না পাওয়া নেপাল দলের জন্য বড় ক্ষতি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular