কলকাতা: গরমে নাজেহাল অবস্থা দেশবাসীর। প্রায় এক মাস ধরে কার্যত তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে গোটা উত্তর ভারত। তীব্র তাপপ্রবাহে (Heatwave) জেরবার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড। রিপোর্ট বলছে, গরমে একদিনে ওড়িশায় প্রাণ হারিয়েছে ১৯ জনের। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে ৪ জনের। আর উত্তরপ্রদেশ-বিহারে তীব্র তাপপ্রবাহে ২০০ জন প্রাণ হারিয়েছে। প্রচণ্ড গরমে গাজিয়াবাদে এক সদ্যোজাতের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
আরও পড়ুন: এক্সিট পোল বিতর্কে ‘কংগ্রেসী না’, কিন্তু কেন!
গত ২৪ ঘণ্টায় বিহারে প্রাণ হারিয়েছে মোট ১৪ জন। তারমধ্যে ১০ জন ভোটকর্মী (Poll Worker)। শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট। তার আগেই হিটস্ট্রোকে (Heatstroke) প্রাণ হারাল ১০ জন ভোটকর্মী। তার মধ্যে ভোজপুরেই প্রাণ হারিয়েছে ৫ ভোটকর্মী। রোহতাসে ৩ জন এবং কাইমুর-ঔরঙ্গাবাদে একজন করে ২ জন ভোটকর্মীর প্রাণ হারিয়েছে।
মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী,
- মুঙ্গেশপুর, দিল্লির তাপমাত্রা: ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস।
- নারেলা, দিল্লির তাপমাত্রা: ৪৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
- ফালোদি, রাজস্থানের তাপমাত্রা: ৫১ ডিগ্রি সেলসিয়াস।
- চুরু, রাজস্থানের তাপমাত্রা: ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
- বিকানের, রাজস্থানের তাপমাত্রা: ৪৭ ডিগ্রি সেলসিয়াস।
- সিরসা, হারিয়ানার তাপমাত্রা: ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস।
- গোয়ালিয়র, মধ্যপ্রদেশ তাপমাত্রা: ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
- রোহতক, হরিয়ানার তাপমাত্রা: ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
উদ্বেগজনক এই পরিস্থিতিতে সারা দেশে জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমারজেন্সি জারির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে রাজস্থান হাইকোর্ট (Rajasthan High Court)। একইসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ করার জন্যও আর্জি জানিয়েছে উচ্চ আদালত। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও কয়েকদিন অসহ্য তাপপ্রবাহ চলবে।
আরও খবর দেখুন