Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMahatma Gandhi: ব্রিটিশ সেনা নয়, দক্ষিণ আফ্রিকান ফুটবল দলের সঙ্গে মহাত্মা, পর্দা...

Mahatma Gandhi: ব্রিটিশ সেনা নয়, দক্ষিণ আফ্রিকান ফুটবল দলের সঙ্গে মহাত্মা, পর্দা ফাঁস ভুয়ো ছবির

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছিলেন তিনি৷ সেই মহাত্মা গান্ধী না কি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন৷ পুরনো ভাইরাল একটি ছবিকে ঘিরে এমনই নানা তথ্য প্রচার হতে শুরু করে৷ পরে অবশ্য জানা যায়, ছবিটি ঠিক৷ কিন্তু তথ্যে ভুল৷ ছবিতে যাঁদের ব্রিটিশ সেনা বলে চিহ্নিত করা হচ্ছে তাঁরা আসলে দক্ষিণ আফ্রিকার ফুটবল টিমের সদস্য৷

ছবিটি তোলা ১৯১৩ সালে৷ তখন দক্ষিণ আফ্রিকাতে থাকতেন গান্ধী৷ অনেকেই হয়তো জানেন না সেখানে একটি ফুটবল টিম তৈরি করেছিলেন জাতিক জনক৷ নাম প্যাসিভ রেসিসটরস ফুটবল ক্লাব৷ সেই ক্লাবের খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে তোলা মহাত্মা গান্ধীর ছবি সম্প্রতি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷

সেই ছবিকে সামনে রেখে নেট দুনিয়ায় শুরু হয় গান্ধী ও কংগ্রেসের সমালোচনা৷ সমালোচকদের দাবি, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন মহাত্মা গান্ধী ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন৷ ব্রিটিশদের থেকে তাঁকে দু’বার মেডেলও দেওয়া হয়েছিল৷ যদিও এসবের কোনও ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি৷ গান্ধী অনুগামী একাংশের অভিযোগ, আসলে ইতিহাসকে বিকৃত করতে চান এক শ্রেনির মানুষ৷ তাঁরাই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করে থাকেন৷ যাতে মানুষ বিভ্রান্ত হন৷

আরও পড়ুন: Osama Bin Laden: অফিসে লাদেনের ছবি, উত্তরপ্রদেশে চাকরি খোয়ালেন বিদ্যুৎ দফতরের কর্মী

RELATED ARTICLES

Most Popular