Tuesday, August 12, 2025
Homeবিনোদনএবার টার্গেট করণ?

এবার টার্গেট করণ?

Follow Us :

সলমন খানের পর এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নেক্সট টার্গেট প্রযোজক করণ জোহর।এমনটাই সূত্রের খবর।ধর্মার কর্ণধারের কাছে তাঁরা ৫ কোটি তোলা আদায় করারও পরিকল্পনা করেছিল।পুলিশের কাছে কুখ্যাত গ্যাংস্টারের দলের এক সদস্য সেকথা স্বীকার করেছে বলে সদ্যই জানা গিয়েছে।যদিও মুম্বই পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন তাঁদের কাছে এইরকম কোন খবরই নেই।কিছুদিন আগেই খুন হয়ে যান পঞ্জাবী সিঙ্গার সিধু মুসেওয়ালা।তারপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।পঞ্জাবী গায়ককে খুন করার পর জেল থেকেই সলমন খান ও সেলিম খানকে হুমকি চিঠি পাঠিয়েছে সে।

এমনকি ভাইজানকে খুন করতে নিয়োগ করা হয়েছিল শার্প শ্যুটারও।ইতিমধ্যেই এই নিয়ে বেশ কিছু অপরাধীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।জোর খবর,শুধু সলমন বা করণ জোহর নয়,বলিপাড়ার বেশকিছু তারকার নাম রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে।

RELATED ARTICLES

Most Popular