ভারতকে শিল্পোৎপাদনের স্বর্গে পরিণত করতে চাই। এই ভাষাতেই শুক্রবার সাংহাই কোঅপারেশন সম্মেলনের মঞ্চে ভাষণে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি চীনের প্রেসিডেন্ট জি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো শক্তিধর রাষ্ট্রনেতাদের সামনে বলেন, তাঁর স্বপ্ন যাতে ভারত শিল্প ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। তিনি ভারতকে শিল্পোৎপাদনের স্বর্গে রূপান্তরিত করতে চান।
এই সম্মেলনের ফাঁকেই এদিন মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভাকত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। মঞ্চে উপস্থিত পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরিফের সামনেই মোদি বলেন, এসসিওর সদস্য দেশগুলির উচিত বাণিজ্য পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার অধিকারের অনুমোদন দেওয়া।
আরও পড়ুন: SCO Summit 2022: বিশ্বে বৃহৎ শক্তিজোট গড়ে তুলতে সহমত চীন-রাশিয়া, কড়া বার্তা আমেরিকাকে
বিশ্বমঞ্চে মোদি আরও বলেন, ভারতে প্রায় ৭০ হাজার নতুন ব্যবসা শুরু হয়েছে। আমরা জনমুখী উন্নয়নের উপর জোর দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে সৃজনশীল প্রয়াসে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এ বছর ভারতের অর্থনীতি ৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের ধনী দেশগুলির মধ্যে আমাদের অর্থনীতি দ্রুততম হারে বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের পক্ষে খুশির খবর। মোদির দাবি, ভারতে এখন অন্তত ১০০টি বেসরকারি কোম্পানি রয়েছে, যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটির বেশি।
এক টুইটে মোদি লিখেছেন, এসসিও সম্মেলনে তিনি বাজরাকে জনপ্রিয় করার উপর জোর দেন। ২০২৩ সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে ঘোষণার দাবিও তোলেন মোদি।