কলকাতা: ১১ ডিসেম্বর রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হচ্ছে টেট পরীক্ষায় অনলাইন আবেদন। পরীক্ষাকেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ধরতে বায়োমেট্রিক ব্যবস্থা করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বায়োমেট্রিকের মাধ্যমে আঙুলের ছাপ, চোখের স্ক্যান ও মুখের ছবি নেওয়া হবে। এই প্রক্রিয়া কার্যকর হলে প্রথম কোনও বড় পরীক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করা হবে। শুধু বায়োমেট্রিক নয়, সমস্ত পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা ও হ্যান্ড মেটাল ডিটেক্টর।
উল্লেখ্য, ২০১৭ সালের পর রাজ্যে আর টেট পরীক্ষা হয়নি। নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই টেট নিয়ে জলঘোলা চলছে। আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি দুর্নীতির তদন্তেও নেমেছে। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আগেই তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও সেই নির্দেশই বহাল রাখে বেঞ্চ। মানিক পরে অপসারণ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান। দেশের শীর্ষ আদালত সম্প্রতি সেই অপসারণ বেআইনি বললেও মানিককে পুনর্বহালের নির্দেশ দেয়নি।
আরও পড়ুন:Mexico Fire: রেললাইনে ধাক্কা জ্বালানি ট্যাঙ্কারের, ভয়াবহ অগ্নিকাণ্ড মেক্সিকোয় (দেখুন ভিডিও)
এদিকে রাজ্য সরকার মানিকের বদলে নতুন পর্ষদ সভাপতি নিযুক্ত করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালকে। দায়িত্ব নিয়েই গৌতম জানান, রাজ্য সরকার ঘোষিত ১১ হাজার শূন্যপদের জন্য ১১ ডিসেম্বর টেট পরীক্ষা গ্রহণ করা হবে। তিনি আরও ঘোষণা করেন, এবার থেকে বছরে দুবার টেট হবে।