Placeholder canvas

Placeholder canvas
HomeদেশShivraj Patil on Jihad: শ্রীকৃষ্ণও অর্জুনকে জিহাদের শিক্ষা দিয়েছিলেন, একা কোরান নয়

Shivraj Patil on Jihad: শ্রীকৃষ্ণও অর্জুনকে জিহাদের শিক্ষা দিয়েছিলেন, একা কোরান নয়

Follow Us :

ভগবান শ্রীকৃষ্ণও ধর্মযুদ্ধের শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে। মহাভারতেই লেখা রয়েছে সেকথা। শুধু ইসলাম বা কোরান (Quran) নয়, খ্রিস্টধর্মেও ধর্মযুদ্ধের কথা রয়েছে। প্রবীণ কংগ্রেস (Congress) নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল (Shivraj Patil) এক অনুষ্ঠানে বললেন একথা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে দেশজুড়ে সমালোচনা-নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মহসিনা কিদোয়াইয়ের জীবনীগ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে ছিলেন পাতিল।

সেখানে তিনি বলেন, জিহাদের ধারণা তো গীতাতেই উল্লিখিত আছে। কুরুক্ষেত্র যুদ্ধে তো শ্রীকৃষ্ণই অর্জুনকে সেই শিক্ষা দিয়েছিলেন। পাতিল ব্যাখ্যা দিয়ে বলেন, ইসলামে জিহাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেইসব চেষ্টার শেষেও একটা জিনিস স্পষ্ট করে কেউ বুঝতে পারেন না যে, শক্তি ব্যবহারের কথাই বলা হয়েছে। কোরানেও আছে, গীতাতেও আছে। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শশী থারুর, দিগ্বিজয় সিং, ফারুক আবদুল্লা এবং সুশীলকুমার শিন্ডে।

আরও পড়ুন: Qatar World Cup: কাতার বিশ্বকাপের নির্মাণকর্মী মৃত ভারতীয় শ্রমিকদের পরিবার পায়নি আর্থিক সহায়তা!

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত শিবরাজ পাতিল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। দশম লোকসভায় ১৯৯১-১৯৯৬ পর্যন্ত স্পিকার ছিলেন। পঞ্জাবের রাজ্যপালও হয়েছিলেন পাতিল।

পাতিলের এই মন্তব্যের পরই তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিজেপি (BJP)। জিহাদ কথাটি উচ্চারণ করায় শিবরাজ পাতিলের কড়া সমালোচনা করেছে তারা। দলের মুখপাত্র শেহজাদ জয় হিন্দ কংগ্রেসকে হিন্দুবিদ্বেষী ও ভগবান রামের অস্তিত্ব মানে না বলে হাড়িকাঠে তুলেছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, আপের গোপাল ইটালিয়া এবং রাজেন্দ্র পালের পর হিন্দুবিদ্বেষের এটা নয়া নজির। গুজরাত ভোটের আগে ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য শিবরাজ পাতিল বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে জিহাদের শিক্ষা দিয়েছিলেন।

৮৭ বছর বয়সি পাতিল আরও বলেন, জীবনের সব দুঃখ-কষ্টের জানিয়ে দেওয়ার পরেও যখন কেউ তা শোনে না, তখন তারাই হাতে অস্ত্র তুলে নেয়। সেই সময় আর পালিয়ে বাঁচা যায় না। তুমি তাকে জিহাদ বলতে পার না। তুমি তাকে অসত্যও বলতে পার না। পাতিলের এইসব মন্তব্য নিয়েই বিজেপি একে ভোটব্যাঙ্কের রাজনীতি বলে ব্যাখ্যা করেছে।

RELATED ARTICLES

Most Popular