নয়াদিল্লি: দিল্লি আবগারি দুর্নীতি কাণ্ডে আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) তাদের চার্জশিটে অভিযুক্ত ঘোষণা করতে চলেছে ইডি (ED), এমনটাই সূত্রের খবর। তা হলে, দেশের ইতিহাসে প্রথম কোনও জাতীয় রাজনৈতিক দল কোনও তদন্তকারী সংস্থার চার্জশিটে দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে। অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal) প্রথমবার চার্জশিটে অভিযুক্ত হিসেবে ঘোষণা করতে চলেছে ইডি। আপ সুপ্রিমোকে এই দুর্নীতির ‘কিং পিন’ এবং মূলচক্রী হিসেবে ঘোষণা করবে তারা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কেজরিওয়ালের সঙ্গে সম্পর্কযুক্ত টাকাপয়সার হদিশ পেয়েছে তারা। এর আগে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) ইডি দাবি করেছিল, দুর্নীতি করে ৪৫ কোটি টাকা পেয়েছিল আপ যা ২০২২ সালে গোয়ার বিধানসভা নির্বাচনে খরচ করা হয়।
আরও পড়ুন: প্রাথমিকের শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ
আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি। তারপরেই ইডি তার চার্জশিট দেবে বলে খবর। যদি শুনানি সারাদিন ধরে চলে, তবে চার্জশিট দেওয়া হবে আগামিকাল, শনিবার।
গ্রেফতারের দুই মাসের মধ্যে কোনও অভিযুক্তের নামে চার্জশিট পেশ করতে হয়। ২১ মে আইনি হেফাজতে দু’ মাস সম্পূর্ণ করবেন কেজরি, তাঁকে ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল এবং বর্তমানে তাঁকে তিহাড় জেলে রাখা হয়েছে। এই চার্জশিট পেশ হলে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এটা ইডির সপ্তম চার্জশিট হবে। এই মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia), আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh) সহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছিল ইডি। সম্প্রতি জামিন পান সঞ্জয়।
বৃহস্পতিবার কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থা বলে, নির্বাচনী প্রচার মৌলিক অধিকার নয়, সাংবিধানিক অধিকারও নয়। এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে আম আদমি পার্টি জানিয়েছে, ইডির এই হলফনামা আইনি প্রক্রিয়ার প্রতি নির্লজ্জ অসম্মান।
দেখুন অন্য খবর: