নয়াদিল্লি: প্রাথমিকের শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ। প্রাথমিক নিয়োগ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শূন্যপদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার হাই কোর্টের সেই নির্দেশকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট। ২০১৪ সালের টেট (Primary TET) পরীক্ষা সূত্রে ৩৯২৯ টি শূন্য প্রাথমিক শিক্ষকপদ নিয়ে জটিলতা ছিল। ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই শূন্যপদগুলি যুক্ত হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। কাটল প্রাথমিকের প্রায় ৪ হাজার পদে নিয়োগ জট।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Ex Justice Abhijit Gangopadhyay) ওই পদগুলিতে মেধার ভিত্তিতে মামলাকারী ২০১৪ সালের টেট (Primary TET) উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগের নির্দেশ দেন। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১৬ হাজার ৫১৬ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। কিন্তু সব শূন্য পদ পূরণ হয়নি। ৩৯২৯ টি পদ খালি থেকে যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ২০১৭ সালের টেট উত্তীর্ণরা চ্যালেঞ্জ করেন ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ জানায়, ২০১৪ সালের টেট উত্তীর্ণরা ওই শূন্যপদে নিয়োগের সুযোগ পাবেন। ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সেই সুযোগ প্রাপ্য নয়। এই নির্দেশ ২০১৭ এর টেট উত্তীর্ণরা চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন: শ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভির ফুটেজ সাধারণ মানুষকে দেখাল রাজভবন
বৃহস্পতিবার বিচারপতি ঋষিকেশ রায় (Justice Rishikesh Roy ) ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের (Justice Prashant Kumar Mishra) বেঞ্চ জানিয়েছে, ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই ৩৯২৯ টি পদ যুক্ত করে দিতে হবে। সেখানে এই টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। এর ফলে প্যানেলের শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাবে। চাকরিপ্রার্থীদেরই সুবিধা হবে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত।
অন্য খবর দেখুন