HomeBig newsশ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভির ফুটেজ সাধারণ মানুষকে দেখাল রাজভবন
CV Ananada Bose

শ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভির ফুটেজ সাধারণ মানুষকে দেখাল রাজভবন

মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশকে ফুটেজ দেখানো হবে না, জানাল রাজভবন

Follow Us :

কলকাতা: শ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ করল রাজভবন (Kolkata’s Raj Bhavan)। সিসিটিভি ফুটেজ (Raj Bhavan Shows CCTV Footage) দেখানোর এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘সচ কা সামনে’।  ১ ঘণ্টা ১৯ মিনিটের ফুটেজে ঘটনার দিন কী কী ঘটেছে, তা দেখানো হয়েছে। বুধবারই রাজভবন জানিয়েছিল, সাধারণ মানুষকে এই ফুটেজ দেখানো হবে। তার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। প্রায় ৭৫ জন আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন সাংবাদিক। রাজভবন আরও বলেছিল, এই ফুটেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশকে দেখানো হবে না।

 রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananada Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজভবনের সিসিটিভি ফুটেজ (Raj Bhavan Shows CCTV Footage) চেয়েছিল লালবাজারের গড়ে দেওয়া আট সদস্যের অনুসন্ধান কমিটি। রাজভবনের কর্মীকে তলবও করা হয়। কিন্তু সেই তলবে কেউ সাড়া দেননি। ফুটেজও অনুসন্ধান কমিটির হাতে তুলে দেওয়া হয়নি। অভিযোগ ওঠার পরই রাজ্যপাল সি ভি আনন্দ বোস কোচি চলে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি এক বিবৃতিতে রাজভবনের কর্মীদের উদ্দেশে জানান, তাঁরা যেন কলকাতা পুলিশের তলবে সাড়া না দেন এবং সিসিটিভির ফুটেজ না দেন। 

মোট তিনটি ধাপে ঘটনার দিন বিকেলের ফুটেজ দেখিয়েছে রাজভবন। প্রথম ফুটেজে বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৫টা ৪২ মিনিট পর্যন্ত সময়কার ছবি দেখানো হয়েছে। দ্বিতীয় ফুটেজে ৫টা ৩২ মিনিট থেকে ৬টা ৩২ মিনিট এবং তৃতীয় ফুটেজে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের ছবি ধরা পড়েছে। 

আরও পড়ুন: ভোট মিটলে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে, হাইকোর্টকে জানাল রাজ্য

ফুটেজে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারী তরুণীকে দেখা গিয়েছে। একই সময়ের একই দৃশ্য দেখানো হয়েছে দু’টি ক্যামেরা থেকে। তাতে তরুণীকে বিকেল ৫টা ৩২ মিনিট নাগাদ রাজভবনের দিকে বেরিয়ে দ্রুত গতিতে ওসির ঘরের দিকে আসতে দেখা যায়। নর্থ গেট ক্যামেরায় পিছন দিক থেকে তাঁকে ওসির ঘরের দিকে যেতে দেখা যায়। পুলিশের সঙ্গে আউটপোস্ট থেকে বেরিয়ে মহিলাকে পাশের ঘরে যেতে দেখা গিয়েছে। যতক্ষণ ভিডিও চলেছে, তিনি সেখান থেকে আর বেরোননি। এর পরের ফুটেজ আর দেখানো হয়নি। ওই তরুণী তাঁর অভিযোগপত্রে জানিয়েছিলেন, রাজভবনের কনফারেন্স রুমে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলেও দাবি করেন। রাজভবনের ভিতরের কোনও অংশের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। করিডরের ফুটেজও দেখানো হয়নি। হেয়ার স্ট্রিট থানার (Hare Street Police Station) পুলিশের রাজভবনে ঢোকার দৃশ্যও চোখে পড়েনি CCTV ফুটেজে। দেখা যায়নি রাজ্যপালকেও।

এদিকে রাজ্য সরকার কেন রাজ্যপাল সম্পর্কে নানা কথা বলছেন, তার জন্য জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি। প্রধান বিচারপতি টি এস শিভগননম অবশ্য এটি জনস্বার্থের সঙ্গে সম্পর্কহীন বলে মামলাটি খারিজ করে দেন। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Locket Chatterjee | ‘আইপ্যাকের ছেলেরা টাকা নিয়ে ঢুকেছে’, তৃণমূলের এজেন্টকে বের করে দিলেন লকেট!
00:00
Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে হাওড়ায় হাতাহাতি, তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বচসা
02:18
Video thumbnail
Loksabha Election 2024 | চলতি নির্বাচনে কার দখলে যাবে হাওড়া লোকসভা কেন্দ্র?
02:20
Video thumbnail
Loksabha Election| দিল্লির কুর্সি দখলের লড়াইয়ের পঞ্চম দফা, বাংলায় শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁয় ভোট
01:52
Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে উত্তপ্ত স্বরূপনগর, বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে 'মারধর'
05:02
Video thumbnail
Lok Sabha Elections 2024 | সকাল থেকে ‘অ্যাকশন মোডে’ দীপ্সিতা, জেতার পক্ষে আশাবাদী সিপিএম প্রার্থী
02:27
Video thumbnail
Lok Sabha Election 2024 | ধনেখালিতে 'ভুয়ো' এজেন্ট ধরলেন লকেট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও ধমক লকেটের
03:02
Video thumbnail
Rachna Banerjee | 'আজ কোনও হুঙ্কারের দিন নয়, খুশির দিন', মানুষের রায় নিয়ে আশাবাদী রচনা ব্যানার্জি
01:25
Video thumbnail
Lok Sabha Election 2024 | কাঁচড়াপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ভোটে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
02:52
Video thumbnail
Lok Sabha Election 2024 | আমডাঙায় বুথে বুথে উত্তেজনা! BJP এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ
02:43