skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যশ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরাল কমিশন
Lok Sabha Election 2024

শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরাল কমিশন

Follow Us :

কলকাতা: নির্বাচনী কর্তব্য করতে আসা কেন্দ্রীয়বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক স্থানীয় মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল উলুবেড়িয়ায়। ওই জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় ৩৪১, ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে। সমন জরি করা হয় ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, জি/৯৬ ব্যাটালিয়নের ওই বিএসএফ জওয়ান নাম যোগীন্দর পাল।

আরও পড়ুন: আমডাঙায় বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসঙ্গত, রবিবার রাতে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তোলেন, যে কেন্দ্রীয় বাহিনীকে রক্ষক করে বাংলায় পাঠানো হচ্ছে, তাঁরাই বাংলার মহিলাদের শ্লীলতাহানি করছেন? যৌন নির্যাতন করছেন। তিনি দাবি করেন, গতকাল ভোরে এক মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে কুপ্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দু’জন সিআইএসএফ জওয়ান তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন শশী পাঁজা।

RELATED ARTICLES

Most Popular