Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআলিপুরে মনোনয়ন ঘিরে বাম-তৃণমূল তুমুল ধস্তাধস্তি
Lok Sabha Election 2024

আলিপুরে মনোনয়ন ঘিরে বাম-তৃণমূল তুমুল ধস্তাধস্তি

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেল পুলিশ

Follow Us :

কলকাতা: বৃহস্পতিবার মনোনয়নপত্র  (Nomination) জমাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত থাকল আলিপুর। বাম ও তৃণমূলের মিছিল মুখোমুখি হওয়ায় তীব্র উত্তেজনা ছড়াল গোপালনগর এলাকায়। বামেদের মিছিল থেকে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হল। পাল্টা স্লোগান দেয় তৃণমূলও। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে। রীতিমতো ধুন্ধুমার ঘটে। পরিস্তিতি সামাল দিতে হিমসিম খায় পুলিশ। 

আরও পড়ুন: সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র, স্থানীয় নেতা গঙ্গাধরকে পুলিশের নোটিস

বৃহস্পতিবার হাজরা মোড় থেকে মিছিলে করে বামেদের পাঁচ প্রার্থী কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সায়রা শাহ হালিম, যাদবপুরের সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya of Jadavpur), ডায়মন্ডহারবারের প্রতীক উর রহমান (Pratik Ur Rahman of Diamond Harbour) ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। বামেদের বিশাল মিছিল গোপালনগরে পৌঁছলে সেখানে তাঁদের মুখোমুখি হয় উল্টোদিক থাকা আসা তৃণমূলের মিছিল। দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ঢুকতেই শুরু হয় অশান্তি। তৃণমূলের অভিযোগ, তাদের মিছিলকে দেখতে পেয়েই চোর স্লোগান দিতে থাকে বামেরা। উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। তুমুল উত্তেজনার মধ্যে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।

তৃণমূলের দাবি, মানুষের আস্থা আমাদের উপর এটা বুঝতে পেরেই সিপিএম এমন পরিস্থিতি তৈরি করেছে। সিপিএমের পাল্টা অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশের সামনেই তাদের মিছিলে হামলা করেছে তৃণমূল। 

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular